বাংলাহান্ট ডেস্ক: বিদায় নিলেন লতা মঙ্গেশকর (lata mangeshkar)। বহু স্মরণীয় গান পেছনে ফেলে রেখে অমৃতলোকে যাত্রা করলেন তিনি। মা সরস্বতী যেন তাঁর পুজোর পরদিনই সঙ্গে নিয়ে গেলেন ভারতের জীবন্ত সরস্বতীকে। লতা মঙ্গেশকরের প্রয়াণের সঙ্গে সঙ্গে শেষ হল একটা যুগের।
কিন্তু যদি পরজন্ম বলে কিছু থাকে তবে কি তিনি ফের লতা মঙ্গেশকর হয়ে জন্মাতে চান? সংবাদ মাধ্যমের এই প্রশ্নে যে উত্তর গায়িকা দিয়েছিলেন তা শুনে অবাক হয়েছিলেন অনেকেই। রবিবার লতা মঙ্গেশকরের মৃত্যুর পরপরই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বিষয়টা নিয়ে কথা বলতে দেখা গিয়েছে গায়িকাকে।
লতাকে প্রশ্ন করা হয়েছিল, পরজন্মে কি লতা মঙ্গেশকর হয়েই জন্মাতে চান তিনি? প্রশ্ন শুনে হেসে ফেলেছিলেন গায়িকা। তিনি জানান, এর আগেও তাঁকে এমন প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। লতার কথায়, জন্ম আর নিতে না হলেই ভাল। আর যদি নিতেও হয় তাহলে লতা মঙ্গেশকর রূপে আর জন্ম নিতে চান না তিনি। কারণ হিসাবে তিনি জানিয়েছিলেন, লতা মঙ্গেশকরের দুঃখ শুধু লতা মঙ্গেশকরই জানেন।
লতা মঙ্গেশকরের পরিবারেই সংষ্কৃতির চর্চা ছিল। তাঁর বাবা দীননাথ মঙ্গেশকর নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্রেই নাটক ও গানের সঙ্গে পরিচিত হন লতা। গায়িকার প্রথম সঙ্গীত গুরু তাঁরই দিদিমা। লোকগানের হাত ধরে সঙ্গীত শিক্ষা শুরু করেছিলেন তিনি। তাঁর যখন ১৩ বছর বয়স তখনি তাঁর বাবা মারা যান।
সেই বয়সেই রোজগার শুরু করেন লতা মঙ্গেশকর। যখন তিনি প্রথম রোজগার করেন তখন তাঁর বয়স মাত্র ১৩ বছর। ২৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন তিনি। ছোট ছোট ভাই বোনেদের দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে। এমনকি সংসার সামলানোর জন্য সারা জীবন অবিবাহিত থেকে গিয়েছিলেন লতা মঙ্গেশকর। তা নিয়ে তাঁর কোনো আক্ষেপ না থাকলেও কীসের দুঃখের কথা বলছিলেন তিনি তা অজানাই রয়ে গিয়েছে।