ছ’মাস বয়স থেকে চিনতেন, কোলে ছোট্ট ঋষির সঙ্গে পুরোনো ছবি শেয়ার করলেন লতা মঙ্গেশকর

বাংলাহান্ট ডেস্ক: ছয় মাস বয়স থেকে চিনতেন ঋষি কাপুরকে (Rishi Kapoor), ভারাক্রান্ত মনে জানালেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। অভিনেতার হঠাৎ এভাবে চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। এমন খবরে শোকস্তব্ধ হয়ে পড়েছেন বর্ষীয়ান গায়িকা।
ঋষি কাপুরের প্রয়াণে পুরোনো দিনে ফিরে গিয়েছেন লতা। বহু পুরোনো একটি ছবি শেয়ার করে শেষ বারের জন‍্য শ্রদ্ধা জানিয়েছেন অভিনেতাকে। সাদা কালো ছবিতে দেখা যাচ্ছে, লতার কোলে ছোট্ট ঋষি। টুইটে সুরসম্রাজ্ঞী জানিয়েছেন, কিছুদিন আগেই এই ছবিটি তাঁকে পাঠিয়েছিলেন অভিনেতা। সেই সব দিন, সব কথা মনে পড়ে যাচ্ছে তাঁর। শব্দহীন হয়ে পড়ছেন তিনি।

lata mangeshkar hospital main 0
লতা জানিয়েছেন, এই ছবিটি রাজ কাপুরের শুটিং সেটে তোলা হয়েছিল। ছবিটি যখন তোলা ঋষির তখন মাত্র ছয় মাস বয়স। সেই সময় রাজ কাপুর খেতে গিয়েছিলেন। তখনই তাঁর স্ত্রী এসে লতার কোলে দেন ছোট্ট ঋষিকে।
গায়িকা আরও জানান, অভিনেতার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তাঁর। যখন তিনি অসুস্থ ছিলেন তখনও কথা হত মেসেজে। লতা মঙ্গেশকরের গান খুব পছন্দ করতেন ঋষি। এমনকি কিছুদিন আগেও কথা হয়েছিল তাঁর সঙ্গে বলে জানান গায়িকা। তাঁর আকস্মিক প্রয়াণ মেনে নিতে পারছেন না তিনি।

শোক সংবাদ পাওয়া মাত্রই টুইটে শোকজ্ঞাপন করে লতা মঙ্গেশকর লেখেন, ‘কি বলব, কি লিখব কিছুই বুঝতে পারছি না। ঋষিজির প্রয়াণে আমি অত‍্যন্ত দুঃখিত। ওনার মৃত‍্যুতে ফিল্ম ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি হল। এই দুঃখ সহ‍্য করা কঠিন। ঈশ্বর ওনার আত্মাকে শান্তি দিন।’

প্রসঙ্গত, ২০১৮র সেপ্টেম্বর মাস থেকেই ক‍্যানসারের চিকিৎসার জন‍্য নিউ ইয়র্কে ছিলেন ঋষি কাপুর। গত বছররের শেষের দিকে সুস্থ হয়ে দেশে ফেরেন তিনি। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে দিদির ছেলের বিয়েতে গিয়ে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি।
গতকাল রাতেই অসুস্থ ঋষি কাপুরকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। আজ সকালেই আসে তাঁর মৃত‍্যু সংবাদ। ভাই রণধীর কাপুর ভারাক্রান্ত হৃদয়ে প্রথম শোনান এই খবর। বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।


Niranjana Nag

সম্পর্কিত খবর