অপেক্ষা ছাড়া উপায় নেই, আইসিইউতেই থাকছেন লতা মঙ্গেশকর

বাংলাহান্ট ডেস্ক: এখনি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা নেই বর্ষীয়ান গায়িকা লতা মঙ্গেশকরের (lata mangeshkar)। আপাতত আইসিইউতেই চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন সুরসম্রাজ্ঞী। করোনা আক্রান্ত হয়ে গত মঙ্গলবার মুম্বইয়ের ব্রিচ ক‍্যান্ডি হাসপাতালে ভর্তি হন তিনি। প্রথম থেকেই আইসিইউতেই রয়েছেন লতা মঙ্গেশকর।

চিকিৎসক প্রতীত সমদানির তত্ত্বাবধানে রয়েছেন বর্ষীয়ান গায়িকা। সংবাদ সংস্থা পিটিআইকে চিকিৎসক জানিয়েছেন, এখনো আইসিইউতেই রয়েছেন তিনি। আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। হাসপাতাল থেকে এখন ছাড়া যাবে না গায়িকাকে। তাঁর জন‍্য প্রার্থনা করারও আর্জি জানিয়েছেন চিকিৎসক।

Lata.Mangeshkar 1
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। জানা গিয়েছিল, লতা মঙ্গেকরের বয়স এবং আনুষঙ্গিক অসুস্থতার কথা মাথায় রেখেই তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকেরা। গায়িকার পরিবারের এক সদস‍্য জানিয়েছিলেন, তাঁর মৃদু উপসর্গ  রয়েছে। করোনা রিপোর্ট পাওয়া মাত্রই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এরপরেই হাসপাতাল সূত্রে খবর মেলে, নিউমোনিয়া সংক্রমণও ধরা পড়েছে তাঁর, যে কারণে আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। লতা মঙ্গেশকরেরের জন‍্য ককটেল থেরাপিরও চিন্তা ভাবনা করা হচ্ছে। চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন বলেই খবর মিলেছে। বৃহস্পতিবার তাঁর পরিবারের তরফে জানানো হয়, গায়িকা ভাল আছেন

করোনার প্রথম ঢেউয়ের সময়েও গুঞ্জন ছড়িয়েছিল লতা মঙ্গেশকরের করোনা আক্রান্ত হওয়ার। দক্ষিণ মুম্বইয়ের পেডর রোডের ‘প্রভুকুঞ্জ’ বিল্ডিংয়ে থাকেন লতা। বৃহন্মুম্বই মিউনিসিপ‍্যাল কর্পোরেশনের (BMC) তরফে সিল করে দেওয়া হয়েছিল সেই বিল্ডিং। জানা গিয়েছিল, বিল্ডিংয়ের কয়েকজন বাসিন্দা করোনা পজিটিভ। এরপরেই বিএমসি সিল করে দেয় বিল্ডিং। যদিও সে সময়ে লতা মঙ্গেশকরের পরিবারের তরফে জানানো হয়েছিল যে তিনি সম্পূর্ণ সুস্থ।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর