বাংলা হান্ট ডেস্কঃ ২০২৫ সালের শেষ দিন। রাত পোহালেই নতুন বছর। আর আজই সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। এই সময়ই কেন্দ্রীয় সরকারি কর্মচারী (Central Government Employees) এবং পেনশনভোগীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। ইতিমধ্যেই অষ্টম পে কমিশনের (8th Pay Commission) অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। কবে থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে, আপাতত সেই অপেক্ষায় সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা।
অষ্টম বেতন কমিশনে কবে থেকে বাড়বে বেতন? 8th Pay Commission
লক্ষ লক্ষ কর্মচারী এবং পেনশনভোগী এখন নিজেদের বেতন বৃদ্ধির অপেক্ষা করছেন। ইতিমধ্যেই পে কমিশনের সদস্যদের নাম ঘোষণা হয়েছে। তবে, বেতন বৃদ্ধি কবে থেকে কার্যকর হবে বা বকেয়ার কি হবে তা নিয়ে সরকারি কর্মীদের মনে প্রশ্ন রয়েছে। চলতি বছরই কেন্দ্র জানায়, ২০২৬ সালের জানুয়ারির মধ্যেই অষ্টম পে কমিশন গঠন করা হবে।
কর্মচারীদের মনে আশা ছিল যে নতুন পে কমিশনের ঘোষণার সাথে সাথেই বেতন বৃদ্ধি হবে। কিন্তু বাস্তবে তা হচ্ছে না।
এখনই বেতন বাড়ছে না সরকারি কর্মীদের
সাধারণত প্রতি ১০ বছর অন্তর অন্তর একটা পে কমিশনের মেয়াদ ফুরানোর পর নয়া পে কমিশনের সুপারিশ কার্যকর হয়। হিসেব মতো, অষ্টম পে কমিশনের সুপারিশ ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নয়া পে কমিশন কার্যকর হওয়ার সম্ভাবনা নেই।
যেহেতু পে কমিশনের সুপারিশ এখনও জমা পড়েনি, তাই এখনই বেতনে কোনো পরিবর্তন আসবে না। যদি ১ জানুয়ারি, ২০২৬ থেকে পে কমিশনের সুপারিশ কার্যকর ধরা হয়, কিন্তু সুপারিশ জমা পরে হয় তাহলে তবে ওই তারিখ থেকে নতুন বেতন ঘোষণা হওয়া পর্যন্ত পুরো সময়ের বকেয়া টাকা এরিয়ার্স কর্মচারীদের বেতন বৃদ্ধির সময় প্রদান করা হবে।
অষ্টম পে কমিশনের সুপারিশ কবে চূড়ান্ত হবে বা কবে সরকারের কাছে পাঠানো হবে, সেই সময় এখনও নির্দিষ্ট নয়। পূর্ববর্তী বেতন কমিশনগুলির প্রক্রিয়া অনুসরণ করলে পে কমিশনের সুপারিশগুলি কার্যকর করতে সাধারণত ১২-১৮ মাস সময় লেগে যায়।

আরও পড়ুন: বছর শেষে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য সুখবর! গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর
অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে ফিটমেন্ট ফ্যাক্টর। সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭। সেই সময় ৭ হাজার থেকে একধাক্কায় বেতন বেড়ে হয়েছিল ১৮ হাজার। ষষ্ঠ বেতন কমিশনে তা ছিল ছিল ১.৯২। অষ্টম বেতন কমিশনে এই ফিটমেন্ট ফ্যাক্টর অনেকটাই বাড়তে পারে বলে আশা করছেন সরকারি কর্মীরা। এই ফিটমেন্ট ফ্যাক্টর সমগ্র বেতন পরিকাঠামোতেই বিরাট পরির্তন ঘটাতে পারে।












