বাংলা হান্ট ডেস্কঃ হাতে গোনা মাত্র কয়েকটা দিন পরই আসছে ২০২৬। নতুন বছরে অষ্টম পে কমিশনের (8th Pay Commission) অপেক্ষায় লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। ইতিমধ্যেই নতুন বেতন কমিশন গঠন করেছে, কেন্দ্র (Central Government)। কিন্তু কবে তা বাস্তবায়ন হবে সেই দিনক্ষণ জানানো হয়নি। এদিকে, সপ্তম চলতি মাসেই শেষ হচ্ছে সপ্তম পে কমিশনের মেয়াদ।
সরকারি কর্মীদের আশা, সপ্তম পে কমিশনের মেয়াদ শেষ হতে ১ জানুয়ারি, ২০২৬ তারিখে নতুন বেতন কমিশনের সুপারিশগুলি কার্যকর হবে। এই বিষয়েই এবার প্রতিক্রিয়া দিল সরকার। সম্প্রতি, লোকসভায় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি জানিয়েছেন, অষ্টম বেতন কমিশনের সময় এবং ফান্ডিং পরবর্তীতে নির্ধারণ করা হবে। অর্থাৎ ১ জানুয়ারি, ২০২৬ থেকে বেতন কমিশন কার্যকর করা হবে কিনা সে বিষয় এখনও স্পষ্ট নয় বা চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
অষ্টম পে কমিশন নিয়ে আর কি আপডেট? 8th Pay Commission
আরও স্পষ্ট করে মন্ত্রী জানান, অষ্টম বেতন কমিশন গঠিত হয়েছে এবং এর শর্তাবলী (TOR) অবহিত করা হয়েছে। কমিশন গঠনের তারিখ থেকে ১৮ মাসের মধ্যে সরকারের কাছে রিপোর্ট জমা হবে। পঙ্কজ চৌধুরি জানান প্রায় ৫০.১৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় ৬৯ লক্ষ পেনশনভোগী অষ্টম বেতন কমিশনের সুপারিশ দ্বারা সরাসরি প্রভাবিত হবেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার চলতি বছরের জানুয়ারি মাসে অষ্টম বেতন কমিশন ঘোষণা করে। কমিশনের প্রধান হিসেবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে নিযুক্ত করা হয়েছে। আগামী ১৮ মাসের মধ্যে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে কমিশন, পাশাপাশি জমা পড়বে অন্তর্বর্তীকালীন রিপোর্টগুলিও। উল্লেখ্য, প্রতি ১০ বছর অন্তর অন্তর একটি করে পে কমিশন গঠন হয়।

আরও পড়ুন: হাওড়া ডিভিশনে রেলের কাজ, ১০ দিনের পাওয়ার ব্লকে কোন কোন ট্রেন চলবে না? এক নজরে দেখুন তালিকা
জানিয়ে রাখি, অষ্টম পে কমিশনে নতুন ফর্মুলায় ফিটমেন্ট ফ্যাক্টরের উপর ভিত্তি করে রিভাইজড স্যালারি হবে বেসিক পে × ফিটমেন্ট ফ্যাক্টর। এর আগে সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭। অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করতে কিছুটা সময় লাগবে এখনও। Ambit Capital-এর একটি রিপোর্ট বলছে, ফিটমেন্ট ফ্যাক্টর ১.৮৩ থেকে ২.৪৬ এর মধ্যে হতে পারে। যদি তা সত্যি হয় তাহলে সরকারি কর্মীদের মূল বেতন দ্বিগুন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।












