বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) জন্য সুখবর আসতে চলেছে। ২০২৬-র জানুয়ারি থেকে লাগু হচ্ছে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। ২০২৬ সালের জানুয়ারী থেকেই অষ্টম বেতন কমিশন বাস্তবায়ন হবে বলে মনে করা হচ্ছে। প্রতি ১০ বছর অন্তর অন্তর একটি করে পে কমিশন গঠন হয়।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর আসছে | Government Employees
এর আগে ২০১৪ সালে ইউপিএ সরকারের আমলে সপ্তম পে কমিশন তৈরি করা হয়েছিল। ২০১৬ সালে তা পেশ করে এনডিএ সরকার। নয়া পে কমিশনের ফলে দেশের প্রায় ৪৯ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় ৬৮ লক্ষ পেনসনার উপকৃত হতে চলেছেন। একদিকে বেসিক বিপুল ‘রিভাইজড’, বাড়বে সমস্ত অ্যালোয়েন্স বা ভাতাও।
২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম পে কমিশন লাগু হতে পারে। যদিও নতুন পে কমিশনের চেয়ারম্যান ঠিক করা হয়নি। জানিয়ে রাখি অষ্টম পে কমিশনে বেতনের ক্ষেত্রে ফিটমেন্ট, এবং রেট অফ ডিয়ারনেস অ্যালোয়েন্স এই দুটি মূল বিষয় রয়েছে। সপ্তম পে কমিশনে সরকারি কর্মীদের নূন্যতম বেসিক স্যালারি ছিল ১৮ হাজার টাকা। পেনশনারদের ক্ষেত্রে মিনিমাম বেসিক পেনশন ছিল ৯০০০ টাকা।
এবার অষ্টম পে কমিশনে নতুন ফর্মুলায় ফিটমেন্ট ফ্যাক্টরের উপর ভিত্তি করে রিভাইজড স্যালারি হবে বেসিক পে × ফিটমেন্ট ফ্যাক্টর। উল্লেখ্য, সপ্তম বেতন কমিশনের সময় ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ২.৫৭ নির্ধারণ করা হয়েছিল। এবার অর্থাৎ অষ্টম পে কমিশনে তা ১.৯২ থেকে ২.৮৬-এর মধ্যে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই নিয়ে কোনও স্পষ্ট আপডেট এখনও সামনে আসেনি।
আরও পড়ুন: পঞ্চমী থেকে ‘জোড়া’ খেলা! আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি? জেনে নিন আপডেট
সরকারি কর্মীদের মূল বেতন কতটা বৃদ্ধি পাবে তা ঠিক করবে এই ‘ফিটমেন্ট ফ্যাক্টর’। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা ধার্য রয়েছে। অষ্টম পে কমিশনে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ২.০ স্থির হলে সংশোধিত মূল বেতন ৩৬,০০০ টাকা (১৮,০০০ টাকা X ২.০) হতে পারে বৃদ্ধি পেয়ে।
একইসাথে অষ্টম বেতন কমিশনের মহার্ঘ ভাতা (DA) ৩ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এর ফলে সারা দেশে ১.২ কোটিরও বেশি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ ও ডিআর বাড়বে। একেই জিএসটি ছাড় মিলেছে। এবার এই পদক্ষেপ আরও আর্থিক স্বস্তি দেবে সরকারি কর্মীদের।