বাংলাহান্ট ডেস্ক : সবুজ ঝড় বাংলার চার পুরনিগমে। বিরোধীরা কেউ পৌঁছাতে পারেনি দু অঙ্কেও। বিপুল ভোটে জয়ী হয়ে এই প্রথমবার শিলিগুড়ি তৃণমূলের দখলে। কার্যতই তৃণমূলের এহেন জয়ে শান্তি নেই বিরোধী শিবিরের। এই চার পুরনিগমের নির্বাচনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। এরই মধ্যে শুভেন্দুকে বিঁধে ট্যুইট তোপ দাগলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর এহেন বিতর্কিত ট্যুইটকে ঘিরে কার্যতই তোলপাড় বাংলার রাজ্য রাজনীতি।
এদিন শুভেন্দু অধিকারীকে ঠুকে একটি ট্যুইট করেন কুণাল ঘোষ। সেই ট্যুইটে তিনি লেখেন, ‘তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সমর্থক এবং শুভানুধ্যায়ীরা লাফিং বুদ্ধর বদলে লাফিং শুভেন্দুর এই মডেলটি রাখতে পারেন। যেখানেই এই শ্রীমুখটি দেখা যাবে, সেখানেই তৃণমূলের বিপুল জয় নিশ্চিত। তৃণমূল পরিবারের সাফল্য, সমৃদ্ধি, বিনোদনের জন্য এই জিনিসটি কার্যকর।’
যাঁরা @AITCofficial প্রার্থী ও সমর্থক, তাঁরা ‘লাফিং বুদ্ধ’র বদলে ‘ লাফিং শুভেন্দু’র এই মডেলটি রাখতে পারেন। যেখানেই এর মুখটি দেখা যাবে, সেখানেই তৃণমূল বিপুলভাবে জিতবে। তৃণমূল পরিবারের সাফল্য, আনন্দ, সমৃদ্ধির জন্য এই জিনিসটি আপাতত দারুণ কার্যকর। pic.twitter.com/GUasKhFr61
— Kunal Ghosh (@KunalGhoshAgain) February 15, 2022
এই পোস্টেই শুভেন্দু অধিকারীর একটি সুপার ইমপোজ করা ছবি ব্যবহার করেছেন কুণাল ঘোষ। ছবিটিতে লাফিং বুদ্ধের শরীরের উপর শুভেন্দু অধিকারীর একটি গোলগাল হাসিমুখের ছবি দেখা যাচ্ছে। লাফিং বুদ্ধকে ফেং সুই মতে অনেকেই সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করে থাকেন। এবার লাফিং বুদ্ধর বদলে লাফিং শুভেন্দুই সৌভাগ্য আনবেন তৃণমূলের ঘরে এমনটাই দাবি কুণালের।
চার পুরনিগমে তৃণমূলের জয়কে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হাস্যস্পদ করে তোলা হয়েছে। রেজাল্ট দেখে বোঝা যাচ্ছে ৪ পুরসভার নির্বাচন প্রক্রিয়া আসলে প্রহসন’। এরপরই স্যোশাল মিডিয়ায় তাঁকে কটাক্ষ করতে দেখা গেল তৃণমূল মুখপাত্রকে।
প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল পুলওয়ামা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হাজরার আশুতোষ কলেজের সামনে বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারী। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাঁকে ঘিরে স্লোগান দিতে থাকেন। বাবা শিশির অধিকারীর নাম এনে তাঁকে চোর বলে স্লোগান দেয় তৃণমূল। এতে ক্ষুব্ধ হয়ে গাড়ি থেকে নেমে তেড়েও যেতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। পুরো ঘটনাটিতে মেজাজ হারিয়ে ট্যুইটারে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতা।