বাংলাহান্ট ডেস্কঃ চীন ( china) থেকে ভারতে ( india) ফিরতে চলেছে ভারতীয় মোবাইল নির্মাণকারী সংস্থা লাভা ( lava)। আগামী পাঁচ বছর ভারতে ৮০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে তারা। যার জেরে ভারতে হবে বিপুল কর্মসংস্থানের সুযোগ।
সাধারণ ভাবে চীনের উপযুক্ত শিল্প নির্মাণের পরিবেশ বিভিন্ন সংস্থাকে চীনে বিনিয়োগের পথে উৎসাহিত করে। কিন্তু করোনা পরিস্থিতিতে চীনের উদাসীনতায় সেই উৎসাহ হারিয়েছে সংস্থাগুলি। ইতিমধ্যে অ্যাপেল ঘোষণা করেছে তারা ভারতে বিনিয়োগ করতে চলেছে। এবার সেই পথেই হাঁটল আরেক মোবাইল নির্মাণকারী সংস্থা লাভা।
আগামী ছয় মাসের মধ্যে মোবাইল গবেষণা এবং উন্নয়ন, নকশা এবং উত্পাদন চীন থেকে ভারতে নিয়ে আসবেন লাভা সংস্থা। শনিবার এই সংস্থা জানায় , গত মাসে সরকার ঘোষিত প্রোডাকশন লিংকড ইনসেন্টিভ স্কিম (পিএলআই) -এ চীন থেকে বেশি ব্যয়ের সুবিধা পাওয়ার পরে ভারতীয় মোবাইল ফোন নির্মাতারা এই পদক্ষেপ নিয়েছে। তারা বলেছে “আমরা আমাদের মোবাইল গবেষণা এবং বিকাশ, নকশা এবং উত্পাদন চীন থেকে ভারতে স্থানান্তরিত করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ”
প্রসঙ্গত, লাভা তার মোবাইল ফোনগুলির তেত্রিশ শতাংশেরও বেশি রফতানি করে মেক্সিকো, আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া এবং পশ্চিম এশিয়ার মতো বাজারগুলিতে। লাভা গত সপ্তাহে ২০ শতাংশের বেশি উত্পাদন ক্ষমতা নিয়ে নয়েডায় তার উত্পাদন কেন্দ্রের কাজ শুরু করে।
“উত্পাদনমূলক উত্সাহের সাথে সাথে আমাদের উত্পাদন ক্ষমতা বিশ্বব্যাপী বাজারের জন্য যথেষ্ট পরিমাণে পূরণ করা হবে, তাই আমরা এই পরিবর্তনের পরিকল্পনা করছি” এমনটাই জানিয়েছে লাভা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হরিওম রাই।