অনুব্রতকে নিয়ে মুখ খুলল তৃণমূল কংগ্রেস, আগামী পদক্ষেপ কী হবে জানাল দল

বাংলাহান্ট ডেস্ক : গরু পাচার মামলায় বিপর্যস্ত কেষ্ট। বৃহস্পতিবার সকালেই অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে দাপুটে তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। তবে অনুব্রত গ্রেফতার হয়েছেন না তাঁকে আটক করা হয়েছে তা পরিস্কার নয়।

গত একমাসের মধ্যে শাসক দলের দু’জন প্রথম সারির নেতা গ্রেফতার হলেন। অনুব্রত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি হওয়ার পাশাপাশি তৃণমূলের জাতীয় কর্মসমিতিতেও রয়েছেন। স্বাভাবিকভাবেই পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) পর অনুব্রত মণ্ডলের গ্রেফতার বেশ বিপাকে ফেলেছে তৃণমূলকে। তবে এখনই এই বিষয়ে কোনও সিদ্ধান্ত বা অবস্থান জানাতে চায়নি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত চলুক আইন মেনেই। সঠিক সময়ে দল সিদ্ধান্ত নেবেন। অনুব্রত প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন (Santunu Sen) বলেন, ‘তৃণমূল কোনওরকম দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। কিছুদিন আগেই নজিরবিহীনভাবে এক অভিযুক্ত নেতাকে দল ও মন্ত্রিসভা থেকে বহিষ্কার করেছে তৃণমূল। যেটা অন্য কোনও রাজ্যে হয় না, সেটা এই রাজ্যে হয়েছে।’ শান্তনুর বক্তব্য, আইন আইনের মতোই চলুক। সঠিক সময়েই দল সিদ্ধান্ত নেবে। কিন্তু সিবিআইয়ের ক্ষেত্রে আমরা দেখেছি, ওদের তদন্তের গতি অত্যন্ত ধীর। তদন্ত শুরু হলে ১০-১২ বছরের আগে শেষই হয় না। আমরা চাই এই মামলার তদন্ত দ্রুত শেষ হোক।’

এরপরই সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন শান্তনু। তিনি বলেন, ‘সিবিআইয়ের এফআইআরে নাম থাকা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এখনও পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে ঘুরে বেড়ান।’ বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় অবশ্য পরিস্কারই বলেন, ‘যারা অন্যায় করবেন, তাঁরাই শাস্তি পাবেন। তৃণমূলে দুর্নীতিকে কোন দিনই প্রশ্রয় দেওয়া হবে না।

বিরোধীরাও একাধিক তোপ দেগেছেন তৃণমূলকে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) বলেন, ‘বন্যের বনে সুন্দর। আর চোরেরা জেলে। তৃণমূলের গোটা দলটাই চোর। এটা একটা চেইন বিজনেস। এই শৃঙ্খলের উপরই গোটা দলটা চলে।’ বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, বাংলার রাজনীতির স্বার্থে এই ধরনের নেতাদের শাস্তি পাওয়া খুব দরকার। তাঁর যে দাম্ভিকতা, যে কথাবার্তা, তাতে শাস্তি একদিন পেতেই হত। এবার তৃণমূলের খেলা শেষ হয়ে এসেছে।’

বামফ্রন্টের যুবনেতা সায়ন বন্দোপাধ্যায় তাঁর ফেসবুক একাউন্টে লেখেন, ‘গরু পাচার মামলায় CBI এর হাতে গ্রেফতার অনুব্রত মন্ডল। নকুলদানা, গুড় বাতাসা, দম্ভ, গনতন্ত্র খুনের মালিক, আপাতত জেলের মধ্যে। চড়াম চড়াম ঢ়াক বাজুক গোটা রাজ্য জুড়ে। খেলবে?খেলবে? আগে নিজের নকুল দানা সামলাও তারপর না হয় খেলা হবে। সব তৃনমূল চোর নয় কিন্তু যারা চুরি করেছে তারা সবাই তৃনমূলের।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর