বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন শীর্ষ আদালতে অভিষেকের হয়ে সওয়াল করেন সওয়াল দুঁদে আইনজীবী অভিষেক মনু সিংভি (Abhishek Singhvi)। বলেন, সংবাদমাধ্যমে নানা মন্তব্য করছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রমাণ হিসেবে বিচারপতির ভিডিয়োও দেখাতে চান তিনি। তবে সুপ্রিম কোর্টে (Supreme Court) শেষ পর্যন্ত তা দেখানো আর দেখানো হয়ে ওঠেনি।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন, “অতীতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে একটি মামলা সরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এতকিছুর পরও তিনি ‘অবাঞ্ছিত’ মন্তব্য করেই চলেছেন। এর আগেও তিনি সংবাদমাধ্যমে ইন্টারভিউ দিয়েছেন। এখন আবার মন্তব্য করেছেন। আমার কাছে তার ভিডিয়ো রয়েছে, দেখুন।’’
পাশাপাশি তৃণমূল সাংসদের আইনজীবী বলেন, “এই মামলার সূত্রে তার মক্কেলের নাম বারবার টানা হচ্ছে। কোনও প্রসঙ্গ ছাড়াই বিচারপতি গাঙ্গুলি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নানান মন্তব্য করছেন। তাকে বিরত করা হোক।” ওদিকে এদিন সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে শুনানির বিরুদ্ধে সওয়াল করা হয়।
বিচারপতির গঙ্গোপাধ্যায়ের নাম উল্লেখ না করেই রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, ”সিঙ্গল বেঞ্চের বিচারপতি পদযাত্রায় যাচ্ছেন।” শুধু তাই নয়, পাশাপাশি একক বেঞ্চে মেডিক্যাল মামলা থেকে গেলে ফের একই ঘটনা ঘটবে বলেও আশঙ্কা প্রকাশ করেন রাজ্যের আইনজীবী। সুপ্রিম কোর্ট অবশ্য জানিয়েছে, কোনও বিচারপতি সম্পর্কে এই ধরনের মন্তব্য করা ঠিক নয়।
এদিন কেন্দ্রের তরফেও সুপ্রিম কোর্টে কিছু বলতে চেয়েছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, ‘‘কলকাতা হাই কোর্টের বিষয়টি এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছে, যা সকলকে আশ্চর্য করবে। আমাকে এ বিষয়ে কিছু বলতে চাই। সময় দেওয়া হোক।’’
আরও পড়ুন: ‘রাস্তা দিয়ে যাচ্ছি, বলছে চোর চোর! এত বড় সাহস? ডাকাতের ডাকাত ওরা’, কাদের ওপর চটলেন মমতা?
সকলের সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির বিশেষ বেঞ্চ জানিয়ে দেয়, আগামী ৩ সপ্তাহ পর সর্বোচ্চ আদালতে মামলার পরবর্তী শুনানি। মামলার সব পার্টিকে আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।