নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন জেলবন্দি! এরই মাঝে ‘কালীঘাটের কাকু’কে নিয়ে বড় খবর

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু (Kalighater Kaku)। এবার তাঁকে গ্রেফতার (শোন অ্যারেস্ট) করতে চায় আরেক কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। ইতিমধ্যেই নিম্ন আদালতে আবেদন জানানো হয়েছে। আদালতের তরফ থেকে ‘কাকু’কে একাধিকবার হাজির করানোর নির্দেশ দেওয়া হলেও তাঁর শারীরিক অসুস্থতার কারণে সেটা সম্ভব হয়নি। আজ কি বিচার ভবনে উপস্থিত হবেন তিনি? এখন এই নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।

  • আজ বিচার ভবনে উপস্থিত হবেন কালীঘাটের কাকু (Kalighater Kaku)?

আগেই জানা গিয়েছিল, সিবিআই সুজয়কৃষ্ণের (Sujay Krishna Bhadra) কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চায়। সেই জন্যই ‘শোন অ্যারেস্ট’ করতে চাইছে কেন্দ্রীয় এজেন্সি। এদিকে নিম্ন আদালতের বিচারক আগেই বলেছেন, সশরীরে হাজিরা না দিলে কাউকে হেফাজতে নেওয়া সম্ভব নয়। এমতাবস্থায় বৃহস্পতিবার কালীঘাটের কাকুকে বিচার ভবনে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে বুধবার সন্ধ্যা অবধি পাওয়া খবর বলছে, তিনি তখনও হাসপাতালে ভর্তি।

‘কাকু’কে আদালতে হাজির করানোর জন্য গত শনিবার বিচার ভবনে আর্জি জানিয়েছিল সিবিআই (CBI)। আদালতের তরফ থেকে তা মঞ্জুর করে বৃহস্পতিবার তাঁকে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়। তবে গতকাল সন্ধ্যা অবধি জানা যায়, তিনি হাসপাতালে ভর্তি। ফলে সুজয়কৃষ্ণ আদৌ আজ আদালতে হাজির হতে পারবেন কিনা তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ পেটের ভেতর…! জেল থেকে বেরিয়েই হাসপাতালে ভর্তি অর্পিতা মুখোপাধ্যায়! কী হল পার্থ ‘বান্ধবী’র?

এদিকে ইডির পর সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার আশঙ্কায় ইতিমধ্যেই আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন কালীঘাটের কাকু। সেই মামলা এখনও উচ্চ আদালতে বিচারাধীন। এই আবহে ‘কাকু’র আইনজীবীর অনুরোধ, হাইকোর্টে বিচারাধীন আগাম জামিনের মামলায় কোনও নির্দেশ না আসা অবধি তাঁর মক্কেলের হাজিরার নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হোক।

kalighater kaku

বুধবার এই আবেদন করেন সুজয়কৃষ্ণর (Kalighater Kaku) আইনজীবী। এই আবেদনের প্রেক্ষিতে গতকাল কোনও নির্দেশ দেয়নি নিম্ন আদালত। জানা যাচ্ছে, আজই হাজিরায় স্থগিতাদেশের আর্জি শুনবেন বিচার ভবনের বিচারক। আদালতের তরফ থেকে এবার কী নির্দেশ দেওয়া হয় সেটাই দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর