বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রায় তিন সপ্তাহ হতে চলল সেই ঘটনার। ১৮ ই অক্টোবর বিসিসিআই সভাপতির পথ হারিয়েছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তার জায়গায় নতুন বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ১৯৮৩ বিশ্বকাপে ভারতকে অভূতপূর্ব সাফল্য এনে দেওয়া মিডিয়াম পেসার রজার বিনি। এই নিয়ে বিস্তর জলঘোলা হওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অভিযান আরম্ভ হয় সেই বিতর্ক ধামাচাপা পড়ে যায়।
কিন্তু এবার সেই বিতর্ক ফের উসকে দেওয়া হল। তার হাতে আরও ৩ বছরের মেয়াদ থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সৌরভকে বিসিসিআইতে নিজের পদ খোয়াতে হয়েছে, এমন অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের করা হলো। মামলা দায়ের করলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার।
সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ অনুযায়ী রাজ্য সংস্থায় ৬ বছর দায়িত্ব পালন করার পরে দেশের বোর্ডে ছয় বছর কাজ করতে পারবেন একজন আধিকারিক। অমিত শাহ পুত্র জয় শাহ বিসিসিআই সচিব হিসাবে থেকে যাওয়া সত্ত্বেও সৌরভকে নিজের প্রশাসনিক পদ ছাড়তে হয়েছে, এই নিয়েই মূলত ক্ষোভ জন্মেছে অনেক সৌরভ ভক্তের মনের ভেতরে।
আইনজীবী রমাপ্রসাদও একই রকম প্রশ্ন তুলে এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন। মামলাটি দায়ের হয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। আগামী সপ্তাহের মাঝের দিকে তাদের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিসিসিআই সভাপতি পদ খাওয়ানোর পরে সিএবি সভাপতি হওয়ার দৌড়ে নিজেকে সামিল করার কথা ভেবেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তো তারপর কোনও এক অজ্ঞাত কারণে সিএবি নির্বাচনই অনুষ্ঠিত হয়নি। সৌরভের বদলে তার দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফ বেঙ্গলের সভাপতি নির্বাচিত করা হয়েছে।