ভোট মিটতেই দুর্গাপুরে কারখানার কর্মী ছাঁটাই, কর্মহীন কয়েকশ শ্রমিক

বাংলা হান্ট ডেস্ক: ছাঁটাইয়ের প্রতিবাদে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি কারখানার সামনে বিক্ষোভ দেখাল কর্মীরা। প্রায় আট বছর ধরে কারখানাটি চলছিল। কারখানায় কাজ করতেন প্রায় প্রচুর শ্রমিক। যাদের মধ্যে অনেকেই ঠিকা শ্রমিক। মঙ্গলবার সকালে শ্রমিকেরা কারখানায় ঢুকতে গেলে নিরাপত্তা রক্ষীরা তাঁদের দরজায় আটকে দেন। জানিয়ে দেন, তাঁদের কাজ চলে গিয়েছে। এর পরেই বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা।

দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার ওই কারখানার কর্তৃপক্ষ ২০০ জন ঠিকা শ্রমিককে ছাঁটাই করেছে। প্রতিবাদে আজ সকাল থেকেই কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভ করেন ছাঁটাই হওয়া ঠিকা শ্রমিকরা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, মালিকপক্ষ তাদের জানিয়েছে, এখন অর্ডার কম। ঠিকা কর্মী ছাঁটাই না করলে কারখানা চালানো মুশকিল। তাই বাধ্য হয়েই তাদের এই পথ নিতে হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তারা ঠিকাকর্মীদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে।

বহু শ্রমিকের ভবিষ্যত প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। এটা মেনে নেওয়া যায় না, বলছেন স্থানীয়রা। এ দিকে কারখানার তরফে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি কারখানার শ্রমিক রাম বায়েন, লখু লোহাররা জানাচ্ছেন, কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেলেও শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছিল। তবে কিছুদিন আগে ঠিকাদারদের একটি নোটিস দিয়ে কাজ বন্ধ করা হবে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়ে ছিলেন। যদিও শ্রমিকরা এ নিয়ে কিছুই জানতে পারেননি। শ্রমিক সংগঠনগুলিকেও এ বিষয়ে কিছু বলা হয়নি বলে তাঁদের দাবি।

 

Udayan Biswas

সম্পর্কিত খবর