বিছানায় কাঁড়ি কাঁড়ি টাকা, সেখানেই শুয়ে রয়েছেন বিজেপি জোটের নেতা, ছবি ভাইরাল হতেই….

বাংলা হান্ট ডেস্ক: বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। যার ফলে সরগরম সর্বত্র। যদিও ঠিক এই আবহেই ভাইরাল (Viral) একটি ছবির পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে তুমুল গুঞ্জন। মূলত, বিছানায় ছড়িয়ে থাকা কাঁড়ি কাঁড়ি টাকার মধ্যে এক রাজনৈতিক নেতার শুয়ে থাকার ছবি প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। আর সেই ছবিই এখন সর্বত্র ফেলে দিয়েছে শোরগোল। পাশাপাশি, ভোটের বাজারে বিষয়টি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতেও। তবে, ওই ভাইরাল ছবির সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট।

এমতাবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে, যাঁকে ওই ছবিতে দেখা গিয়েছে তাঁর পরিচয় কি? এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভাইরাল ছবিতে যাঁকে দেখা গিয়েছে তিনি হলেন UPPL পার্টির সদস্য। ওই পার্টির নেতৃত্বে রয়েছেন অসমের প্রমোদ বড়ো। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই দলটি এখন BJP-র নেতৃত্বাধীন জোটে রয়েছে। এমন পরিস্থিতিতে সামগ্রিকভাবে ওই রাজনৈতিক ব্যক্তিত্বের এহেন ছবি সামনে আসায় তা অস্বস্তিতে ফেলেছে গেরুয়া শিবিরকে।

Leader lying on bed of money, viral photo.

যদিও, এই বিতর্কের মুখে ড্যামেজ কন্ট্রোলে নামতে হয়েছে UPPL পার্টিকে। ইতিমধ্যেই বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে, যাঁকে টাকার বিছানায় শুয়ে থাকতে দেখা গিয়েছে তাঁর নাম বেঞ্জামিন বসুমাতারি। তাঁকে দলের তরফে বহুদিন আগেই সাসপেন্ড করা হয়। এমতাবস্থায় চলতি বছরের ১০ জানুয়ারি বেঞ্জামিনকে বিতাড়িত করা হয়েছে বলেও জানানো হয়েছে। বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যে, সোশ্যাল মিডিয়ায় বেঞ্জামিনের একটি ছবি ছড়িয়ে পড়েছে। তাঁর সঙ্গে UPPL-এর কোনো সম্পর্ক নেই। আইন ভঙ্গের অভিযোগে কড়া পদক্ষেপ নেওয়ার মাধ্যমে গত ১০ জানুয়ারি তাঁকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়। এমতাবস্থায়, তিনি যাবতীয় সাংগঠনিক পথ ছাড়াও কোনো সরকারি পদের সাথে যুক্ত নেই।

আরও পড়ুন: ১৪ বছরের দীর্ঘ অপেক্ষার হতে চলেছে অবসান! কৃষ্ণনগর-আমঘাটা লাইনে ছুটল ট্রেন, কবে শুরু পরিষেবা?

এদিকে, UPPL-এর প্রধান প্রমোদ বড়ো সংবাদমাধ্যমের কাছে আর্জি জানিয়ে বলেন, এহেন ব্যক্তির সাথে যাতে কোনোভাবে দলের যোগসূত্র স্থাপন না করা হয়। তিনি জানান,”বসুমাতারির সঙ্গে আমাদের UPPL দলকে কোনোভাবেই যুক্ত করবেন না। এটা সমস্ত সংবাদমাধ্যম এবং নেটিজেনদের কাছে আমার আর্জি।” এছাড়াও, প্রমোদ এটাও বলেন বসুমাতারির যে কাজ করেছেন তাঁর জন্য একমাত্র তিনিই ব্যক্তিগতভাবে দায়ী। তবে, বসুমাতারির এই ছবি ইতিমধ্যেই নেটমাধ্যমে ঝড় তুলেছে।

আরও পড়ুন: সঙ্কটে সাহায্য করেছিল ভারত, বেমালুম ভুলল শ্রীলঙ্কা! ফের চিনের পদহেলন শুরু

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্রমোদ বড়োর নেতৃত্বাধীন UPPL দলটি অসমে BJP-র সঙ্গে জোট সরকারে রয়েছে। এর পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনেও BJP অসমে ১১ টি আসনে লড়েছে। পাশাপাশি দুই শরিক দল, UPPL এবং অসম গণ পরিষদ ৩ টি করে আসনে লড়ছে বলেও জানা গিয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর