বন্ধ করতে হবে নেতা-নেত্রীদের ফ্যান পেজ! মীনাক্ষী বিতর্ক এড়াতে কড়া সিদ্ধান্ত আলিমুদ্দিনের

বাংলাহান্ট ডেস্কঃ নেতৃত্বদের ‘ফ্যান পেজ’ (fan page) বন্ধের নির্দেশ দিল সিপিএম (cpm) রাজ্য কমিটি। যুবনেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়ের (Minakshi Mukherjee) নামে চলা ফেসবুক পেজ ‘মীনাক্ষি মুখার্জি অফিসিয়াল’ পেজকে নিয়ে বিতর্কের জেরে এমনই সিদ্ধান্ত দিল দল সিপিএম। নেটমাধ্যমে অনুগামীদের চালানো ‘ফ্যান পেজ’ বন্ধের নির্দেশ দিল সিপিএম।

বিষয়টা হল, নির্বাচন মিটে গেলেও সিপিএম যুবনেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়ের অফিসিয়াল পেজ থেকে একের পর এক বিতর্কিত পোস্ট প্রকাশ হতে থাকে। সাঁইবাড়ি হত্যাকাণ্ডকে ইস্যু করে জোট সঙ্গী কংগ্রেসকে নানাভাবে আক্রমণ করা হয়, যা একেবারেই ভালো ভাবে নেয়নি আলিমুদ্দিন ষ্ট্রিট। এরপর মীনাক্ষির অফিসিয়াল পেজ থেকে সেই পোস্ট মুছে ফেলার পর মীনাক্ষি জানায়, ‘এই ফেসবুক পেজটি পরিচালনায় অনেকেই যুক্ত আছেন। তাই উক্ত বিষয়ে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে’।

IMG 20210608 142328

পূর্বেই ২০১৯ সালে দল একবার এই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা জারী করলেও, বর্তমানে কড়া মুডে রয়েছে বামেদের দল। স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, ফেসবুক, ট্যুইটারের মতো সামাজিক মাধ্যমে অনুগামীদের চালানো ‘ফ্যান পেজ’ আর রাখা যাবে না। এই তালিকায় অবশ্য নতুন প্রজন্মের সঙ্গে আবার অনেক প্রবীণ নেতাও রয়েছেন। তবে ব্যক্তিগত অ্যাকাউন্ট রাখায় কোন অসুবিধা নেই বলে জানিয়েছেন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

বামেদের এই সিদ্ধান্তকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধিরাও। তাঁদের দাবি, লোকসভা ও বিধানসভা ভোটে যে বাম শূণ্য আসন হয়ে দাঁড়িয়েছে, তাতে করে আগামী দিনে বামেদের ফ্যান খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়বে। তাই আগে ভাগেই ভ্যান পেজ তুলে নিচ্ছে বামেরা।

দলের এই সিদ্ধান্তে কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘এই ধরণের ফ্যান পেজ কে বা কারা করে, তা আমাদের জানা থাকে না। তবে একটি মাত্র পেজের অ্যাডমিনকে আমি ব্যক্তিগত ভাবে চিনি, তাঁকে সেই পেজটি বন্ধ করে দিতে বলেছি’। আরও এক সদস্য জানিয়েছেন, ‘দলীয় আদর্শ ও নীতি অনুযায়ী আমরা সকলেই কমিউনিস্ট পার্টির সদস্য। তাই অফিশিয়াল পেজ বা অ্যাকাউন্ট থাকলেও, পৃথকভাবে ‘ফ্যান পেজ’ না থাকাই ভালো’।

ad

Smita Hari

সম্পর্কিত খবর