বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি গোয়া সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ত্রিপুরার পর, এবার গোয়ায় সবুজ আভা ছড়িয়ে দিতে বদ্ধ পরিকর তৃণমূল শিবির। সেখানেই ঘাসফুল শিবিরে নাম লেখান কিংবদন্তি টেনিসতারকা লিয়েন্ডার পেজ (Leander Paes)। শোনা যাচ্ছে, এবার তৃণমূলের হয়ে নির্বাচনেও অংশ নিতে পারেন এই টেনিস তারকা।
তৃতীয়বার বাংলার ক্ষমতায় আসার পর এবার দিল্লীর মসনদকে টার্গেট করে এগোচ্ছে তৃণমূল শিবির। সেই মর্মে ত্রিপুরাকে টার্গেট করার পর এবার গোয়াকে পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল শিবির। সেই মর্মে গত বৃহস্পতিবারই গোয়া সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরেই তৃণমূলের পতাকা হাতে তুলে নেন কিংবদন্তি টেনিসতারকা লিয়েন্ডার পেজ। এই স্বনামধন্য তারকাকে দলে পেয়ে তাঁকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আমার ছোট ভাইয়ের মতো লিয়েন্ডার। যুবকল্যাণ মন্ত্রী থাকার সময় থেকেই আমি ওকে চিনি। বর্তমানে ও তৃণমূলে যোগদান করায়, আমি খুবই খুশি’।
তবে সূত্রের খবর, এবার হয়ত নির্বাচনে অংশ নিতে চলেছেন এই টেনিসতারকা। শুধু তাই নয়, তাঁকে হয়ত গোয়ায় আগামী বছর বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবেও দেখা যেতে পারে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় সোমবার তিনি বলেন, ‘গাড়ি বদল করলেও, ভারতের জন্যই খেলব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার সম্পর্ক অনেক পুরোন। সত্যিকারের চ্যাম্পিয়ন হলেন উনি। নির্বাচনে লড়ার জন্য আমি আগ্রহী আছি। তবে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় যা সিদ্ধান্ত নেবেন, আমি সেটাই মেনে নেব’।