বাংলাহান্ট ডেস্কঃ বার হিসেবে দেখতে গেলে সোমবারকে মহাদেব শিবের (shiva) বার হিসেবে দেখা হয়। অনেক মহিলাই সোমবার উপোষ থেকে মহাদেবের মাথায় জল ঢেলে তারপর আহার গ্রহণ করেন। তবে মহাদেবের পুজোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান হল বেলপাতা। জেনে নিন শিব পুজোর ক্ষেত্রে কিভাবে বেলপাতা (bell leave) ব্যবহার করবেন।
সকালে একটি পাত্রে দুধ রেখে তার মধ্যে বেলপাতা রেখে দিন। তারপর সেই দুধ মহাদেবের মাথায় ঢালুন এবং ভিজিয়ে রাখা বেলপাতাও দিন।
বেলপাতা শিব ঠাকুরের খুবই প্রিয় একটি উপাদান। তাই প্রতি সোমবার বেলপাতা দিয়ে দেবতার আরাধনা করলে মঙ্গল হয়।
পুজোর দিন সূর্য ওঠার আগে বেলপাতা তুলে রাখুন। পারলে একটি বেলপাতা নিয়ে বাড়ির পূর্ব দিকে রাখুন।
পুজোর ক্ষেত্রে বেলপাতা দেওয়ার আগে ভালো করে ধুয়ে নেবেন। সাধারণ জল দিয়ে ধুয়ে নেওয়ার পর বেলপাতাকে গঙ্গা জল দিয়ে ধুতে হবে।
মহাদেবের মাথায় বেলপাতা দেওয়ার আগে সেই বেলপাতায় চন্দন বাটা লাগিয়ে দিন।
উপরিউক্ত নিয়ম গুলো মেনে চললে ভগবান শিবের কৃপাদৃষ্টি পড়বে আপনার উপর।