জানুন শনিদেবকে সন্তুষ্ট করার উপায়, নিয়ম মেনে পালন করলে প্রসন্ন হবেন দেবতা

বাংলাহান্ট ডেস্কঃ সূর্যদেব ও তার পত্নী ছায়াদেবীর পুত্র হলেন শনিদেব (Shanidev), এজন্য তাকে ‘ছায়াপুত্র’-ও বলা হয়। শনিদেব, মৃত্যু ও ন্যায় বিচারের দেবতা। এবং তিনি সূর্যদেব এবং মাতা সংজ্ঞার পুত্র এবং কন্যা যমদেব ও যমুনা দেবীর অনুজ ভ্রাতা। অন্যান্য দেব দেবীর মটি শনিদেবের কিন্তু একজন বাহন রয়েছেন। যার পিঠে চড়ে তিনি দেবলোকের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। শনিদেবের বাহন কাক, তাঁর এক বন্ধুর মতই ছিলেন।

হিন্দুদের ১৩৩ কোটি দেব দেবীর মধ্যে শনিদেব হলেন এক অন্যতম দেবতা। তাঁর রোষের হাত থেকে বাঁচার জন্য হিন্দুরা তাঁর পূজা করে থাকেন। মানুষের জীবনে যখন কোন খারাপ মুহুর্ত আসে, তখন বলা হয় তার উপর শনির দৃষ্টি পড়েছে। তাই তার জীবনে কোন উন্নতি হচ্ছে না।

shani 3821466 835x547 m

তবে জগত সংসারে শনির কুদৃষ্টি থেকে মুক্তি পাবেন কিভাবে? আসুন সেই মুক্তির উপায়ই জেনে নেওয়া যাক।

sesame 01

শনিদেব তিল খুব পছন্দ করেন। তাই শনিবার করে তিল দান করা বা মানিব্যাগে রাখলে শনিদেব প্রসন্ন হবে।

অড়হর ডালের গাছ

শনিবার যদি আপনি অরহর ডাল দান করেন, তাহলে আপনার জীবনে সুখ শান্তি বিরাজ করবে। আর যদি পারেন তো কিছুটা অরহর ডাল পকেটেও রাখতে পারেন। তাতে আপনার অনেক মঙ্গল হবে।

new 85

লোহা বা কাঁচের গুলিও আপনি আপনার কাছে রাখতে পারেন। তাতে করে শনি এবং রাহু উভয়ের অশুভ প্রভাব থেকে মুক্তি পেয়ে যাবেন।

Clitoria ternatea 850x509 1

শনিদেব কালো এবং নীল রঙ খুবই পছন্দ করেন। তাই শনিদেবের পূজোর সময় পুস্পের সাথে কিছু নীল ফুল রাখুন, তাহলেও দেবতা আপনার উপর সন্তুষ্ট হবেন।

kajol

বিশেষত মহিলারা চোখে কাজল পড়তে পারেন। কাজল যেহেতু চোখ ভালো থাকে, তাই এতে কোন ক্ষতির সম্ভাবনা নেই।

oil 1

সর্ষের তেল শনিদেবের আরও একটি প্রিয় দ্রব্য। শনিদেবের পূজার সময় সর্ষের তেল নিবেদন করলে শনিদেব সন্তুষ্ট হবেন।


Smita Hari

সম্পর্কিত খবর