তিন ভারতীয়কে রেখে মাইক হাসি বেঁছে নিলেন ‘সেরা শত্রু একাদশ।’

এই মুহূর্তে বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস এর কারণে বিশ্বজুড়ে সমস্ত খেলাধুলা বন্ধ রয়েছে, বন্ধ রয়েছে ক্রিকেট। আর সেই কারণেই ক্রিকেটাররা সকলেই গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। আর এমন অবস্থায় বাড়িতে বসে অনেক প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটাররা নিজেদের পছন্দের সেরা একাদশ বেঁছে নিচ্ছেন। তবে সবার থেকে একটু আলাদা হয়ে প্রাপ্তন অজি তারকা বেঁছে নিলেন সেরা শত্রু একাদশ। টেস্ট ক্রিকেটের নিরিখেই তিনি এই একাদশ বেছে নিয়েছেন।

44 বছর বয়সী প্রাক্তন অজি তারকা তার পছন্দের একাদশে ওপেনার হিসাবে রেখেছেন প্রাক্তন বিধ্বংসী ভারতীয় ওপেনার বীরেন্দ্র শাহবাগ এবং দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটসম্যান গ্রেম স্মিথ। এছাড়াও সেই একাদশে ব্যাটিং লাইনআপে রয়েছে শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারার মতো কিংবদন্তি ব্যাটসম্যান। এছাড়াও রয়েছেন জ্যাক কালিস, বিরাট কোহলির মত ব্যাটসম্যানও। এছাড়া উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে রয়েছেন কুমার সাঙ্গাকারা। বোলিং বিভাগে রয়েছেন বিশ্বের তারকা বোলাররা।

1853082281a70d6cdac3090a70843b7c7ccbb569bb9b8112736eac8ece1ae0b98bb68f33e

এক নজরে দেখে নেওয়া যাক মাইক হাসির সেই শত্রু একাদশ:
বীরেন্দ্র শেওবাগ, গ্রেম স্মিথ, ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, জ্যাক কালিস, কুমার সাঙ্গাকারা, মর্নি মরকেল, ডেল স্টেইন, জেমস অ্যান্ডারসন, মুথাইয়া মুরলিধরন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর