ফের সমবায়ে লাল ঝড়! দ্বিতীয় তৃণমূল; গোল্লা পেল বিজেপি, পঞ্চায়েতের আগে কিসের ইঙ্গিত?

বাংলা হান্ট ডেস্কঃ ফের একবার বামেদের (Left) জয়জয়াকার। সমবায় নির্বাচনে (Cooperative Election) নিজেদের লাল পতাকা উত্তোলন করল লাল বাহিনী। কোলাঘাটের (Kolaghat) কেটিপিপি কর্মী সমবায় ভাণ্ডারের নির্বাচনে জয়লাভ করল বাম সমর্থিত প্রার্থীরা। দ্বিতীয় স্থানে রয়েছে আইএনটিটিইউসি প্যানেলের প্রার্থীরা। তবে খাতাই খুলতে পারল না গেরুয়া শিবির।

কোলাঘাটের এই সমবায়ে মোট আসন সংখ্যা ১৫। তার মধ্যে ১০টি আসনেই জয়লাভ করেছে সিআইটিইউ প্যানেলের প্রার্থীরা। বাকি পাঁচটি আসন গিয়েছে আইএনটিটিইউসির ঝুলিতে। রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। তার আগেই এই ফলাফল বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

   

সোমবার এই ভোটদান পক্রিয়া চলে সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত। কোনো অশান্তি ছাড়াই শানিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। এই সমবায় নির্বাচনে সিটু ও আইএনটিটিইউসি-র তরফে ১৫ জন করে প্রার্থী দেওয়া হয়। ১৩ আসনে লড়াই করে ভারতীয় মজদুর সংঘ। এরপর সন্ধে ৭ টায় ফলাফল ঘোষণা হতেই লাল আবির খেলায় মেতে ওঠে লাল বাহিনী।

cpm flag

প্রসঙ্গত, সমবায় নির্বাচনে কোনও রাজনৈতিক দল সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে না। তবে যেখানে রাজ্যের দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন, সেই সময়ে দাঁড়িয়ে এই সমবায় নির্বাচনগুলির ফলাফল কিছুটা হলেও ইঙ্গিত বহন করছে বলাই যায়। এদিন জয়ী বাম প্রার্থীসহ সকলকে শুভেচ্ছা বার্তা দেন এলাকার প্রাক্তন সিপিএম বিধায়ক ইব্রাহিম আলি।

উল্লেখ্য, রাজ্যে বেশ কিছু সমবায়ে নিজেদের পতাকা তুলেছে বাম বাহিনী। কোথাও উড়েছে সবুজ ঝড়, আবার কোথাও জিতেছে রাম-বাম জোট। অর্থাৎ, অংক মেলালে দেখা যাচ্ছে সমবায় গুলিতে নিজেদের একাধিপত্য বজায় রাখতে পারেনি তৃণমূল। এবার পঞ্চায়েতেও এই ফল কোনো প্রভাব ফেলতে পারে কী না সেটাই দেখার বিষয়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর