দিদিকে বলতে গিয়ে আক্রান্ত , শনিবার রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক বামেদের

শিল্প ও চাকরি সংক্রান্ত বিষয়ে দাবি নিয়ে শুক্রবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল হুগলির সিঙ্গুরের বাম ছাত্র যুব কর্মী সংগঠন৷ শুক্রবার সকালে বাম ছাত্র যুব সংগঠনগুলির অভিযান হাওড়ার মল্লিক ফটকে পৌঁছাতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়৷ তাই বাম ছাত্র যুব সংগঠনের সদস্যদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে শনিবার রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দিল বামেরা৷ শুক্রবার হাওড়ার মল্লিক ফটকে মিছিলে যোগদানকারী বাম ছাত্র সংগঠনের সদস্যদের অভিযান রুখতে চেষ্টা করে পুলিশ৷ এলাকা ঘিরে দেওয়া হয় ব্যারিকেড দিয়ে৷ কিন্তু ব্যারিকেড উপেক্ষা করে বাম ছাত্র যুব সংগঠনের মিছিল নবান্নের দিকে এগোতেই সদস্যদের ওপর পুলিশের হামলার অভিযোগ ওঠে৷

সদস্যদের সঙ্গে পুলিশের এক প্রকার ধস্তাধস্তি হয়৷ সংগঠনের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে অন্য দিকে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ ছোড়া হয় কাঁদানে গ্যাস এবং জলকামান৷ আহত হন সংগঠনের বেশ কয়েকজন সদস্য বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিত্সাধীন৷ পুলিশের সঙ্গে পরিকল্পনা করে মিছিলে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু৷ ঘটনার কড়া নিন্দা করে এ দিন পুলিশকে বড় বড় ছিল বলে তোপ দাগেন তিনি৷

একই সঙ্গে বাম আন্দোলনকারীদের ওপর আক্রমণের নিন্দায় সরব হয়েছেন মোহাম্মদ সেলিম৷ এই ঘটনা গত পঞ্চাশ বছরের ইতিহাসে ঘটেনি বলেই জানিয়েছেন তিনি৷ তাই কার্যত কটাক্ষের সুরেই সেলিম বলেন দিদিকে বলতে গিয়েই আক্রান্ত বামেরা৷ তবে শুধু একা বামেরাই নয় যদি সিপিআইএম চাই তাহলে কংগ্রেস এর প্রতিবাদে রাস্তায় নামবে বলে জানিয়েছেন সোমেন মিত্র৷


সম্পর্কিত খবর