বাংলাহান্ট ডেস্ক: নেটদুনিয়ায় তুমুল ভাইরাল (viral) গান (song) ‘টুম্পা সোনা’ (tumpa sona) এবার বিনোদন জগত পেরিয়ে ঘাঁটি গাড়লো রাজনৈতিক মহলেও। বাম কংগ্রেস (left-congress) জোটের আগামী ব্রিগেড (brigade) সমাবেশে লোক সমাগম বাড়ানোর নয়া হাতিয়ার এবার ‘টুম্পা সোনা’। ভাইরাল এই গানের অনুসরণেই নতুন গান তৈরি হয়েছে ‘টুম্পা তোকে নিয়ে ব্রিগেড যাবো।’।
আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডে সমাবেশ করতে চলেছে বাম ও কংগ্রেস জোট। বিধানসভা নির্বাচনে জোটের মূল দুই বিরোধী দল তৃণমূল ও বিজেপিকে তুমুল তুলোধনা করা হয়েছে এই গানের মাধ্যমে। গানের ভিডিওতে কার্টুন আঁকা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের। রয়েছে তিনটি পার্টির পতাকার কার্টুনও।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে বাম কংগ্রেস জোটের এই অভিনব প্রচার। অনেকেই একে প্রচারের সুকৌশল বলে মনে করছেন। এতে যে ১০ লক্ষ লোকের সমাগম হবে ব্রিগেডে এমনটাই মত অনেকের। ভিডিওটি শেয়ার করেছেন সম্প্রতি রাজনৈতিক মন্তব্য নিয়ে চর্চায় থাকা অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। ভিডিও তথা গানটি যে তাঁর বেশ পছন্দ হয়েছে তাও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, আসন্ন ব্রিগেড সমাবেশে বক্তাদের তালাকা এখনো চূড়ান্ত হয়নি বলেই জানা গিয়েছে। তবে সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। অপরদিকে কংগ্রেসের তরফে উপস্থিত থাকতে পারেন রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী।
উত্তর বঙ্গ ও অন্যান্য জেলা থেকে বাসে বা ম্যাটাডোরে করে আনা হবে লোক। বেশ কিছু জেলাতেই একসঙ্গে প্রচার সারছে বাম কংগ্রেস জোট। উপরন্তু ভাইরাল ‘টুম্পা সোনা’র দৌলতে এবার ব্রিগেডে জন সমাগম যে এ যাবত কালের সব রেকর্ড ছাপিয়ে যাবে তা নিয়ে যথেষ্ট আশাবাদী জোট নেতৃত্ব।