ব্রিগেড থেকে মমতাকে শূন্য করার হুঙ্কার আব্বাসের

বাংলা হান্ট ডেস্কঃ আজ সেই বহু প্রতীক্ষিত ব্রিগেড। কংগ্রেস আর আব্বাস সিদ্দিকীর এই প্রথম ব্রিগেডের ময়দানে বামেরা। যদিও কংগ্রেসের সঙ্গে এখনও আব্বাস সিদ্দিকীর আইএসএফ-এর জট এখনও কাটেনি। তবুও সব সমস্যা দূরে সরিয়ে রেখে আজ ব্রিগেডের মঞ্চে একসঙ্গে সবাই। আজ ব্রিগেডের মঞ্চে রয়েছেন বিমান বসু, সীতারাম ইয়েচুরি, আবদুল মান্নান, ডি রাজা, অধীর চৌধুরী, সূর্যকান্ত মিশ্র, ভূপেশ বাঘেল, আব্বাস সিদ্দিকী সহ অনেকেই।

 

  • ব্রিগেডের মঞ্চ থেকে আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকী বলেন
  • আমরা সবাই মিলে আগামী দিনে বিজেপি সরকার আর তাঁদের বি-টিম মমতা সরকারকে বাংলা থেকে উৎখাত করব।
  • মমতার আমলে বাংলার মহিলাদের অধিকার হরন হয়েছে।
  • একুশের নির্বাচনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে শূন্য পাইয়ে দেখিয়ে দেব।
  • আসনের সমঝোতা যদি আরও এক সপ্তাহ আগে হত তাহলে আরও লোক জড়ো করতাম।
  • এখন সব ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে, দিদিমণির হাতে আর কোনও ক্ষমতা নেই।
  • আমরা এখানে পিছিয়ে পড়া মানুষদের অধিকার বুঝে নিতে এসেছি।
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম হারাম হয়েছে।
  • আমরা গর্বিত ভারতীয়। আমরা ভিক্ষা নয় অধিকার চাই।

Koushik Dutta

সম্পর্কিত খবর