বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গে বামফ্রন্টের অবস্থা কার্যত সঙ্গীহীন, পশ্চিমবঙ্গই শুধু নয় গোটা দেশে কমিউনিস্ট পার্টির বেহাল দশা কিন্তু তেমনটা বলছে না দলের বিলাসিতা৷ তা এ বার নিজেরাই প্রমাণ করে দিলেন, দিল্লিতে কমিউনিস্ট পার্টির নতুন ভবন দেখলেই তাক লেগে যাবে৷ এতটাই বিলাসবহুল ভবন যে সহজেই চোখে পড়ার মতো এবং হিংসে হওয়ারই কথা৷
পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় এক সময় যে বামেদের দাপট ছিল তা আজ অতীত৷ বঙ্গ থেকে বামেরা বিদায় নিয়েছে আট বছর আগে আর ত্রিপুরায় গত বছর নির্বাচন৷ আবার সপ্তদশ লোকসভা নির্বাচনে বামেদের যা ফলাফল তা লোক হাসানোর মতো৷ কিন্তু তাতে কী? যতই দুর্বল মনে করা হোক না কেন আর্থিক দিক দিয়ে ঠিক সবারই রয়েছে কমিউনিস্ট পার্টি৷ তাই তো দিল্লিতে পার্টি অফিস ছাড়া একটি বিলাসবহুল ভবন উদ্বোধন করল সিপিএম৷
সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক হর কি শন সিং সুরজিতের নামেই এই ভবনটি নির্মিত হয়েছে৷ অত্যাধুনিক সুবিধাযুক্ত এই ভবনটিতে টি তলা রয়েছে৷ অডিটোরিয়াম থেকে শুরু করে মিটিং রুমসেমিনার হল চারটি ডরমিটরি রয়েছে এই ভবনটিতে৷ তাই অনেকেই মনে করছেন তাঁরা যে আর্থিক দিক দিয়ে দুর্বল নয় তার প্রমাণ দিতে এবং প্রতিযোগিতার যুগে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে টিকে থাকতে ভবন নির্মাণ করলেও সিপিএম৷