চীনের দালাল, বেজিংয়ের উস্কানিতে ভারত-মার্কিন পরমাণু চুক্তিতে আপত্তি বামেদের: প্রাক্তন বিদেশ সচিব

বাংলাহান্ট ডেস্কঃ চীন ঘেঁষা বামেদের ইস্যু নিয়ে নিজের বই ‘দ্যা লং গেম: হাউ দ্যা চাইনিজ নিগোশিয়েট উইথ ইণ্ডিয়া’ -তে কিছু বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন বিদেশ সচিব বিজয় গোখেল (Vijay Keshav Gokhale)। চার বামপন্থী দলের মধ্যে দুই কমিউনিস্ট পার্টিকে আবার ‘চীনের দালাল’ বলেও অভিযোগ করলেন।

তুলে আনলেন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের প্রায় ১৩ বছর আগেকার পুরনো ঘটনা। তিনি দাবি করেছেন, চীন ঘেঁষা হওয়ার কারণেই ভারত- মার্কিন পমাণু চুক্তি নিয়ে ঘরোয়া রাজনীতিতে ২০০৭-২০০৮ সালে বিরোধ তৈরি করেছিল সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি।

vijay gokhale

তিনি বইতে লেখেন, ‘২০০৪ সালের লোকসভা নির্বাচনে বাইরে থেকে কংগ্রেসদের সমর্থন করলেও, বাম কংগ্রেসের মধ্যেকার সম্পর্ক খুব একটা সুমধুর ছিল না। শুধুমাত্র বিজেপিকে আটকাতে একজোট হলেও, এক বছর পর তা ভেঙে যায়’।

ইন্দো-মার্কিন পরমাণু চুক্তির প্রসঙ্গে তিনি বলেন, ‘২০০৫ সালে ভারতের প্রধানমন্ত্রী মোনমোহন সিংহ মার্কিন সফরে গেলে, তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ জুনিয়ারের সঙ্গে বৈঠকে ঠিক করা হয়, অসামরিক পারমাণবিক চুক্তি পুণর্নবিকরণ করা হবে। তাঁদের এই বৈঠকে একটা মাইলফলকের মত ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর এই বৈঠক সফলতার দিকে এগোতেই, মার্কিন বিরোধোতা করে, ২০০৮ সালে ইউপিএ সরকারের পাশ থেকে সরে যায় বামেরা। সরকারের বিরুদ্ধে চলে যায় চার বাম দল’।

তবে এপ্রসঙ্গে পলিটব্যুরোদের দাবী ছিল, ‘চীনকে বিপাকে ফেলতে চাইছে আমেরিকা। আর সেই কারণেই ভারতের সঙ্গে এই চুক্তি করতে চাইছে। এই চুক্তি ভারতের সার্বভৌমত্ব এবং আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হওয়ার সম্ভাবনা’- নিজের বইয়ে এমনটাই লিখেছিলেন বিজয় গোখেল। পাশাপাশি তিনি এও দাবি করেছেন, এমন ব্যাখ্যার মাধ্যমেই বামেদের চীনের প্রতি দুর্বলতা প্রকাশ পায়।

Smita Hari

সম্পর্কিত খবর