হঠাত্ প্রদেশ কংগ্রেস ভবনে হাজির বাম নেতারা

বাংলা হান্ট ডেস্ক : এত দিন ছিল তৃণমূল কংগ্রেস কিন্তু তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর আসতে আসতে কংগ্রেসের সঙ্গে বিভাজন শুরু হয় অবশেষে এখন তৃণমূল একাই৷ কিন্তু এর পর থেকে রাজ্যে তৃণমূলের আগ্রাসী মনোভাব রুখতে তৃণমূলকে পিছনে ফেলতে এবার বাম ও কংগ্রেসের জোট নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়৷ সেই জল্পনা খানিকটা যে সত্যিই তার প্রমাণ মিলল সোমবার৷ সোমবার বিকেলে হঠাত্ বিধান ভবনে গিয়ে হাজির হলেন বাম নেতা বিমান বসু এবং সূর্যকান্ত মিশ্র সহ আরও অনেকেই৷DE25MITRA

কোনও খোঁজ খবর দেওয়া নেই একেবারে সোজা প্রদেশ কংগ্রেস ভবনে হাজির হলেন তাঁরা৷ তবে প্রদেশ ভবনে বিমানবাবুদের হঠাত্ আগমন স্পষ্ট করে দিল এবার নিজেদের মধ্যে এক ইঞ্চি দূরত্ব রাখতে চাইছে না বামেরা, কংগ্রেস কিছুতেই কম যায় না৷ যদিও বামফ্রন্টের শরিক দল ফরওয়ার্ড ব্লক কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর অনিচ্ছুক ছিল কিন্তু এ দিন বিজেপিকে রুখতে এ বার কংগ্রেসের সঙ্গে চলতে হবে এমনটাই মনোভাব নিয়ে অবশেষে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধে রাজি হয়েছে৷

তাই সোমবার বিকেলে আলিমুদ্দিন স্ট্রিটে যেন অকাল হোলি উত্সব পালন হল৷ হঠাত্ বাম নেতাদের দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন কংগ্রেস নেতারাও৷ এত দিন অবধি যাঁদের লক্ষ্য ছিল তৃণমূলকে ঠেকানো এ বার বিজেপিকে প্রতিরোধ করা একমাত্র লক্ষ্য হয়ে উঠে দাঁড়াল বাম ও কংগ্রেস দের৷

সম্পর্কিত খবর