দ্বীপরাষ্ট্রেও এবার উড়বে লাল ঝাণ্ডা! শ্রীলঙ্কার রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে তরুণ বাম নেতা

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কায় (Sri lanka) মুদ্রাস্ফীতির কারণে অর্থনৈতিক সংকট চরমে। প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হওয়ার কারণে প্রতিবাদে সামিল হয়েছে মানুষ। দেশের পরিস্থিতি বিপন্ন। এমনকি এর দরুণ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তবে এই পরিস্থিতি মাঝেই শ্রীলঙ্কার রাজনীতিতে ক্রমশ উত্থান ঘটে চলেছে বামপন্থী নেতা অনুরা দিসানায়েকের (Anura Dissanayake)।

সম্প্রতি, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি পদের জন্য সংসদ দ্বারা তিনজনকে মনোনয়ন করা হয়েছে। এর মধ্যে জনতা বিমুক্তি পেরামুনে নেতা অনুরা দিসানায়েকের পাশাপাশি শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর রনিল বিক্রমাসিংহে এবং আলাহাপেরুমা রয়েছেন।

উল্লেখ্য, শ্রীলঙ্কায় বামপন্থী নেতা হিসেবেই পরিচিত অনুরা দিসানায়েক। জেভিপি নেতা, ৫৩ বছর বয়সী দিসানায়েকে দেশে তরুণ নেতা হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন এবং বর্তমান পরিস্থিতিতে তাঁর দাবি, “ক্ষমতায় আসলে আমার দল গোটা দেশকে সংকটময় পরিস্থিতি থেকে ছয় মাসের মধ্যে বের করতে উদ্যোগী হবে।” দিসানায়েকে বলেন, “শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট যে সকল কারণে ঘটে চলেছে, তা চিহ্নিত করা হবে আমাদের প্রথম কাজ। এর জন্য ছয় মাসের সময় লাগবে। তার মধ্যেই সকল কারণগুলি চিহ্নিত করে তার সংশোধন করা হবে এবং শ্রীলঙ্কাকে আগের পরিস্থিতিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমরা।”

বামপন্থী নেতা দিসানায়েকের রাজনৈতিক যাত্রাপথ বেশ আকর্ষণীয়। ২০০৪ সালে শ্রীলঙ্কায় কৃষি, পশু সম্পদ এবং ভূমি মন্ত্রী পদে নিযুক্ত হন তিনি। পরবর্তীতে ২০১৪ সালে জনতা বিমুক্তি পেরামুনে দলের নেতা হিসেবে নির্বাচন করা হয় তাঁকে। তবে রাষ্ট্রপতি পদে লড়াই করা এই প্রথম নয়, অতীতে ২০১৯ সালে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সেই সময় তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল ৪ লাখ ১৮ হাজার ৫৫৩।

উল্লেখ্য, আগামী ২০ শে জুলাই শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। অবশেষে শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি ক্ষমতা বামপন্থী নেতার হাতে ওঠে কিনা, সে দিকে তাকিয়ে সকলে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর