শাহিনবাগের দাদিকে নিয়ে ভুয়ো ট্যুইটের জের, আইনি নোটিশ কঙ্গনাকে

বাংলা হান্ট ডেস্ক: শাহিনবাগে (Shaheenbagh) এনআরসি-সিএএ বিরোধী আন্দোলনে অংশ নিয়ে সারা ভারত ও দুনিয়ার সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছিলেন বিলকিশ বানো যিনি শাহিনবাগের দাদি নামেই বেশি খ্যাত। টাইম ম্যাগাজিনেও তিনি ঠাই পেয়েছিলেন। সম্প্রতি সেই দাদিকে নিয়েই এক ভুয়ো তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওত (Kangana Ranaut) দিল্লি সীমান্তে চলা কৃষক আন্দোলনে অংশ নেওয়া এক বৃদ্ধাকে বিলকিশ বানোর সঙ্গে গুলিয়ে ফেলে মিথ্যে তথ্য প্রচার করেন তিনি। আর সেই কারণেই এবার আইনি নোটিশ পাঠানো হল অভিনেত্রীকে।

কয়েকদিন আগে কঙ্গনা একটি ট্যুইট করে দাবি করেন শাহিনবাগের দাদি নাকি ১০০ টাকার বিনিময়ে কৃষক আন্দোলনে যোগ দিতে চলেছেন। সঙ্গে এক বৃদ্ধার ছবিও দেন তিনি। কিন্তু আসলে ওই বৃদ্ধা বিলকিশ বানো ছিলেন না। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের আক্রমণের মুখে পড়ে শেষমেশ ওই ট্যুইটটি ডিলিট করে দেন বলিউডের কুইন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ফেক নিউজ ছড়ানোর কারণে তাঁকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বিলকিশ বানো কিন্তু কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। উনি ১ ডিসেম্বর সেই আন্দোলনে যোগ দিতেও গিয়েছিলেন। যদিও আন্দোলন স্থলে পৌঁছনর আগেই তাঁকে আটকে দেয় পুলিশ। দাদির দাবি, তিনিও কৃষক পরিবারের কন্যা। তাই সরকারকে কৃষকদের কথা শোনার অনুরোধ করেন দাদি। যদিও পুলিশ তাঁকে পরে নিজের বাড়ি পৌঁছে দেয়।


সম্পর্কিত খবর