বাংলা হান্ট ডেস্ক: লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে পরাজয়ের পর ভারতের প্রাক্তন ক্রিকেটার মদন লাল বিরাট কোহলিকে (Virat Kohli) টেস্ট থেকে অবসর প্রত্যাহারের বিষয়ে অনুরোধ জানিয়েছেন। এদিকে, লর্ডস টেস্টে জয়ের মাধ্যমে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড এখন ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে। এমতাবস্থায়, সিরিজ জিততে হলে, ইংল্যান্ডকে বাকি ২ টি ম্যাচের মধ্যে একটিতে জিততে হবে।
টেস্টে বিরাট কোহলির (Virat Kohli) প্রত্যাবর্তন চান মদন লাল:
এদিকে, এই সিরিজের আগে বিরাট কোহলি (Virat Kohli) টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। অবাক করার মতো বিষয় হল, তিনি এই সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।কিন্তু, শেষ পর্যন্ত তার আগেই অবসর নেন কোহলি। মূলত, বর্ডার-গাভাস্কার ট্রফিতে খারাপ পারফরম্যান্সের পর কোহলি রঞ্জি ট্রফির ম্যাচও খেলেন। এদিকে, মদন লাল জানিয়েছেন, বিরাট যদি টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে কোনও ভুল নেই। বরং, কোহলির মতো অভিজ্ঞ ক্রিকেটারকে তাঁর অভিজ্ঞতা এবং খেলার প্রতি আবেগ তরুণদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যও মদন লাল বিরাটকে আহ্বান জানান।
ক্রিকেটপ্রেডিক্টারের সঙ্গে কথা বলতে গিয়ে মদন লাল বলেন, “ভারতীয় ক্রিকেটের প্রতি বিরাট কোহলির (Virat Kohli) আবেগ অতুলনীয়। আমি চাই তিনি অবসর কাটিয়ে টেস্ট ক্রিকেটে ফিরে আসুন। ফিরে আসায় কোনও ক্ষতি নেই। যদি এই সিরিজে না হয়, তাহলে তার পরবর্তী সিরিজে ফিরে আসা উচিত।”
আরও পড়ুন: হিন্দি গানে জমিয়ে নাচ তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যানীর! ভিডিও ভাইরাল হতেই নেটাগরিকরা যা বললেন….
মদন লাল আরও বলেন, “আমার মতে, তাঁর অবসর ফিরিয়ে নেওয়া উচিত। কারণ তিনি সহজেই আরও ১-২ বছর খেলতে পারেন। এটা শুধু তরুণদের সঙ্গে তাঁর অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য। আপনি সবেমাত্র চলে গেছেন। এখনও খুব বেশি দেরি হয়নি। অনুগ্রহ করে ফিরে আসুন।”
আরও পড়ুন: বাংলায় রোহিঙ্গা মুসলমানের সংখ্যা কত? জেলাভিত্তিক তথ্য সামনে আনলেন শুভেন্দু
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বিরাট কোহলি দীর্ঘদিন ধরে ভারতীয় দলের হয়ে খেলেছেন এবং টেস্ট ক্রিকেটে তাঁর অধিনায়কত্ব অতুলনীয়। বিরাটের কয়েকদিন আগে, রোহিত শর্মাও টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। তাঁকেও অনেকদিন পর রঞ্জি ট্রফি ম্যাচে মুম্বাইয়ের হয়ে খেলতে দেখা গেছে। যদিও, তাঁরা দু’জনেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। রোহিত এবং বিরাট ইতিমধ্যেই T20 আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এমতাবস্থায়, এই দুই কিংবদন্তিকে শুধুমাত্র ODI ক্রিকেটে খেলতে দেখা যাবে।