বছরভর উপার্জন করতে হলে আজই লাগান এই গাছ, একবার লাগালেই হবেন কোটিপতি

Published On:

বাড়িতেই শুরু করুন এই ফসলের চাষ, কোটিপতি হবেন খুব সহজেই। এমনটাই বলছেন ফারুখাবাদের মালিকপুর গ্রামের কৃষক সতীশ কুমার। লাগাতে হবে একবার, আর ফলন পাবেন বছরের পর বছর। করতে হবে শুধু পরিচর্যা, আর এই ফসল বিক্রি করে উপার্জন (Income) করতে পারবেন লক্ষ লক্ষ টাকা।

Lemon tree

শুরু করেছিলেন মাত্র ১০ টি গাছ দিয়ে, আর আজ ২ বিঘা জমিতে ১০০ টি গাছ থেকে তিনি উপার্জন করছেন লক্ষ লক্ষ টাকা। সেইসঙ্গে পাচ্ছেন অনেক অনেক অর্ডারও।

লেবু গাছ, যে গাছের চাষ (Lemon Farming) করেই লাখপতি হয়েছেন সতীশ কুমার। মাত্র ১০ টাকা প্রতি গাছে কিনে, নিজের জমিতে চাষ করেন সতীশ বাবু। তারপর গাছের পরিচর্যার জন্যও ব্যয় হয় খুবই সামান্য। আর তাতেই আয় করছেন লক্ষ লক্ষ টাকা। কেউ নিচ্ছেন সরাসরি তাঁর খামার থেকে, কেউ বা বাজারে বিক্রির জন্য অর্ডার দিয়ে যাচ্ছেন।

লেবু চাষ (Lemon Farming) করে লাখপতি

সতীশ বাবু জানান, ‘এক বিঘা জমিতে ৩০০ থেকে ৪০০ লেবু গাছ অনায়াসেই লাগানো যেতে পারে। তবে প্রতিটি গাছ লাগানোর সময় গাছের মধ্যে ৫ মিটারের দূরত্ব রাখলে ভালো হবে। চাষের জমি সমতল করতে হবে, গাছের গোড়ায় গোবর সার দিতে হবে। তবে ডিসেম্বর, ফেব্রুয়ারি, জুন ও সেপ্টেম্বর মাসই হল লেবুর গাছ লাগানোর উপযুক্ত সময়’।

Lemon

জানিয়ে রাখি, গাছ লাগানোর প্রথম ৬ মাস থেকেই লেবু ধরতে শুরু করবে। তবে একটি পূর্ণাঙ্গ গাছ হতে প্রায় ২ বছর সময় লেগে যায়। এরপর এই গাছ থেকে যে পরিমাণ লেবু পাওয়া যাবে, তা বাজার যাত করলেই লক্ষ লক্ষ টাকা উপার্জন করা সম্ভব হবে।

Subhajit

আমি শুভজিৎ মাজি, কালিপুর মহাবিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট। বিগত ৪ বছর ধরে ডিজিটাল সংবাদমাধ্যমে কর্মরত। মূলত রাজনীতি ও আন্তর্জাতিক খবর প্রকাশনার মাধ্যমে পবিত্র গণতান্ত্রিক অধিকার-সংরক্ষনের পবিত্র নৈতিক দায়িত্ব পালন করি।

সম্পর্কিত খবর

X