বাংলা হান্ট ডেস্ক: কোন কোন সবজির খোসা যেমন রান্নার কাজে ব্যবহার করা হয়। তেমনই কিছু কিছু সবজির খোসা নানান কাজে ব্যবহার করা হয়। ঠিক সেই রকমই রস বের করে নেওয়ার পর লেবুর (Lemon) প্রয়োজনীয়তা থাকেনা। কিন্তু আপনারা জানলে অবাক হবেন এই লেবুর খোসা দিয়ে গৃহস্থলীর নানা রকম কাজ করা সম্ভব হয়। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খরচের হাত থেকে বাঁচতে উপরন্ত বাগানের ফলন কে রক্ষা করতে কিভাবে সাহায্য করবে লেবুর খোসা।
বাগানে লেবুর খোসা ব্যবহার করলে কী কী ভাবে উপকৃত হবেন? (Lemon)
লেবুর খোসা (Lemon Peels) কয়েকটি কাজে খুবই কার্যকর হতে পারে। কারণ লেবুতে (Lemon) রয়েছে প্রাকৃতিক অ্যাসিড। এছাড়াও এর সুগন্ধ কেবল পোকামাকড় দূরে রাখতেই সাহায্য করে। এছাড়াও মাটিকে পুষ্টিকর করে তোলে। জেনে নেওয়া যাক, কী ভাবে বাগানে লেবুর খোসা ব্যবহার করা যেতে পারে।
১) লেবুর খোসা দিয়ে প্রাকৃতিক স্প্রে তৈরি করতে পারবেন। যার ফলে গাছে পোকামাকড়ের হাত থেকে মুক্তি পাবেন। কারণ লেবুর খোসার মধ্যে থাকে প্রাকৃতিক অ্যাসিড। যা কীটপতঙ্গকে নাশ করতে সাহায্য করে।
২) লেবুর খোসার সাইট্রিক অ্যাসিড কম্পোস্টে যোগ করলে মাটির অম্লতা বৃদ্ধি পায়। যার ফলে মাটি উর্বর হয়।
৩) লেবুর খোসার মধ্যে ভিটামিন ও পুষ্টির রয়েছে। যা বাগানের স্বাস্থ্যকে উন্নত করতে পারে। তাই ব্যবহৃত লেবুর খোসাগুলোকে কয়েকদিন জলে ভিজিয়ে রেখে তারপর ছেঁকে নিন। এরপর সেই জল মাটিতে সার হিসেবে প্রয়োগ করুন।

আরও পড়ুন: রাতের অন্ধকারে লুঠ ৫ লক্ষ টাকার ইলিশ! বাজারে এসে থ ব্যবসায়ীরা, তারপর যা হল…
৪) আপনারা জানলে অবাক হবেন, বাগানে লেবুর খোসা রাখলে প্রজাপতি আকৃষ্ট হবে বাগানের প্রতি। এর ফলে পরাগ মিলন হওয়ার সম্ভাবনা বেশি। তাই বাগান জুড়ে লেবুর খোসা রাখুন।
৫) লেবুর খোসায় যেহেতু প্রাকৃতিক সাইট্রিক অ্যাসিড থাকে। তাই এটি দিয়ে বাগানের জিনিসপত্র পরিষ্কার করতে পারেন। এর ফলে বাগানে সরঞ্জাম গুলি যেমন পরিষ্কার হবে। তেমনই জিনিসপত্রগুলি জীবাণুমুক্ত থাকবে।













