বার্সা ছেড়ে গুয়ার্দিওলার হাত ধরে ম্যাঞ্চেস্টার সিটিতে যেতে চলেছেন লিও মেসি

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ কুড়ি বছর বার্সেলোনার হয়ে খেলার পর এবার বার্সেলোনা ছাড়তে চলেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি (Leo messi)। বার্সেলোনার সঙ্গে মেসির আগামী 2021 সাল পর্যন্ত চুক্তি থাকলেও সেই চুক্তি ভেঙ্গে বেরিয়ে আসতে চাইছেন মেসি। এমনই খবর শোনা যাচ্ছে স্পেনের বিভিন্ন মিডিয়ায়।

মেসি বার্সেলোনা ছাড়ার পর কোন ক্লাবের হয়ে খেলবেন? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে ফুটবল মহলে। কারণ বার্সেলোনা ছাড়ার পরেই মেসিকে নেওয়ার জন্য ঝাঁপাতে চলেছে পিএসজি, ইন্টার মিলান, ম্যাঞ্চেস্টার সিটি, জুভেন্টাসের মতো বিখ্যাত ক্লাব গুলি। তবে অনেকেই মনে করছেন ম্যানচেস্টার সিটিতে মেসির যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তার অন্যতম প্রধান কারণ ম্যাঞ্চেস্টার কোচ পেপ গুয়ার্দিওলা।

64645920ad407ed8f8ff7e13d1b4fd4f6c24090c1fa53c4f62832448f0f66d875f5104d1

বেশ কয়েকটি স্পেনীয় এবং আর্জেন্টাইন মিডিয়ার খবর অনুযায়ী জানা গিয়েছে বার্সেলোনা ছেড়ে মেসির ম্যাঞ্চেস্টার সিটিতেই যাওয়া প্রায় এক প্রকার নিশ্চিত। কারণ ইতিমধ্যেই ম্যাঞ্চেস্টার কোচ পেপ গুয়ার্দিওলার সঙ্গে বেশ কয়েকবার কথোপকথন হয়েছে মেসির। তবে কি এবার স্পেন ত্যাগ করে ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে পা বাড়াতে চলেছেন লিওনেল মেসি? সেটা পরিষ্কার হয়ে যাবে আর কয়েক দিনের মধ্যেই।


Udayan Biswas

সম্পর্কিত খবর