শাবকের পর জলপাইগুড়ির চা বাগানে ধরা পড়লো চিতা।

 

 

বাংলা হান্ট ডেস্ক:চলতি বছরের গত ১৫মে জলপাইগুড়ির   চা বাগানে তিনটি চিতাবাঘের শাবক দেখতে পান চা বাগানের কর্মীরা।এবার শুক্রবার সকালে জলপাইগুড়ির লকপাড়া চাবাগানের ৯ নম্বর সেকশনে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ।

 

মে মাসে শাবকটিকে পাওয়ার পর থেকেই তার মা চিতাবাঘের খোঁজ শুরু করে বন দফতর। শুক্রবার সকালে ছাগলের টোপে ধরা পড়ে এই চিতাবাঘ।সম্ভবত শাবক দের খোজ করতেই আসে সে।

 

এদিনই গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে তাকে।কিন্তু তার তিন শাবককে আর পাওয়া যাচ্ছেনা।এই শাবক রা কিভাবে উদ্ধার হবে তা নিয়ে প্রশ্ন উঠছে।

 


সম্পর্কিত খবর