অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটার বিয়ে করেছিলেন নিজের বান্ধবীকেই, এবার হলেন মা! ছবি ভাইরাল

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বের দ্রুতগতির মহিলা বোলারদের মধ্যে অন্যতম অস্ট্রেলিয়ার মেগান শট। যেমন দ্রুত গতিতে তিনি বোলিং করে ব্যাটসম্যানদের উইকেট উড়িয়ে দেন তেমনি ব্যক্তিগত জীবনেও সমস্ত সমালোচনাকে উড়িয়ে দিয়ে এক অন্যরকম জীবন বেছে নিয়েছেন মেগান। ২০১৯ সালে তিনি তার লেসবিয়ান সঙ্গিনী জেসকে বিবাহ করেন। দুজনেই অস্ট্রেলিয় ক্রিকেটের সঙ্গে যুক্ত। একদিকে মেগান যেমন দলের দ্রুতগতির বোলার অন্যদিকে জেস ক্রিকেট অস্ট্রেলিয়ার ফ্যাসিলিটি ম্যানেজার হিসেবে কাজ করেন।

এই লেসবিয়ান দম্পতির মধ্যে প্রেম সত্যি দেখবার মতো। বিবাহের সময় মেগান লিখেছিলেন এটি তার জীবনের অন্যতম সুন্দর একটি দিন। সারা বিশ্বের ক্রিকেট সমর্থকরাই শুভেচ্ছা জানিয়েছিল এই জুটিকে। কিন্তু বিবাহের পর সন্তান ধারণের সিদ্ধান্ত নেন মেগান। তার সঙ্গীনি সমকামী হওয়ায় শেষ পর্যন্ত রেসিপ্রোকাল আইভিএফের মাধ্যমে সন্তান ধারণের সিদ্ধান্ত নেন তারা। এই পদ্ধতিতে একজন সঙ্গী ডিম দান করে এবং অন্যজন ভ্রূণ গ্রহণ করে। তারপরেই পড়তে হয় সমালোচনার মুখে। অবশ্য সমস্ত সমালোচনাকে হাওয়ায় উড়িয়ে দেন মেগান। অনেকটা ঠিক তার দ্রুতগতির সুইং বলের মতই।

অবশেষে ফেব্রুয়ারীতে তিনি জানান, তিনি মা হতে চলেছেন। আর আজ ছিল তাদের বেবি বাম্পের ফটোশুট। যা নিয়ে দুজনেই খুব খুশি। ইনস্টাগ্রামে নিজেই ফটো শেয়ার করেছেন মেগান শট। ফটোতে দেখা যায় নিজের বেবি বাম্পের উপর হাত বুলিয়ে দিচ্ছেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। ছবিগুলি এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সকলেই মেগানের স্পিরিটকে শুভেচ্ছা জানাচ্ছেন।

IMG 20210812 202415

প্রসঙ্গত উল্লেখ্য, মেগান শট অস্ট্রেলিয়ার হয়ে প্রথমবার অভিযোগ করেন ২০১২ সালে। এখনও পর্যন্ত ৫৯ টি একদিনের ম্যাচে ৮৭ টি এবং ৬৭ টি টি-টোয়েন্টি ম্যাচে ৮৯ টি উইকেট শিকার করেছেন এই বোলার। এছাড়া ৪ টি টেস্টে তার নামে রয়েছে ৯ টি উইকেট। বিভিন্ন টি-টোয়েন্টি লিখেও একজন নিয়মিত খেলোয়ার মেগান শট। খেলার মাঠে তিনি যেমন সাহসী তেমন ব্যক্তিগত জীবনেও একই রকম সাহসী মেগান।

 

Abhirup Das

সম্পর্কিত খবর