এবারের আইপিএল শুরু হতে চলেছে আগামী 29 শে মার্চ থেকে। ক্রিকেট প্রেমীদের মধ্যে 13 তম আইপিএল নিয়ে উন্মাদনা তুঙ্গে। এবার আইপিএল নিলামে প্রতিটি দলই গতবছরের থেকে আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। প্রত্যেক দলই নিজেদের কম জোর গুলো ঢাকা দিয়েছে এবার নিলামে মাধ্যমে নতুন নতুন ক্রিকেটারদের দলে নিয়ে। তবে এবারের আইপিএল বেশ কয়েকজন ক্রিকেটার এর কাছে সম্ভবত শেষ আইপিএল হতে চলেছে।
এক নজরে দেখে নেওয়া যাক তাদের তালিকা:
1) শেন ওয়াটসন:-
দীর্ঘদিন ধরে আইপিএল খেলে আসছেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার, গতবছর তিনি চেন্নাই সুপার কিংস এর হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। এবারও চেন্নাইয়ের হয়ে খেলতে দেখা যাবে তাকে। তবে এই মুহূর্তে ওয়াটসনের বয়স 38 বছর পেরিয়ে গিয়েছে আর সেই কারনেই মনে করা হচ্ছে এবারের আইপিএলই সম্ভবত শেষ আইপিএল ওয়াটসনের ক্রিকেট কেরিয়ারে।
2) হরভজন সিং:-
চেন্নাই সুপার কিংসের আরেক ক্রিকেটার হরভজন সিংয়ের এবারের আইপিএলই সম্ভবত শেষ আইপিএল। হরভজন দীর্ঘদিন ধরে মুম্বাই ইন্ডিয়ান্সয়ের হয়ে খেলেছেন তারপর গত কয়েকটি সিজনে তিনি যোগদান করেন চেন্নাই সুপার কিংসে। এই মুহূর্তে হরভজন সিংয়ের বয়স 39 পেরিয়ে গিয়েছে এখন তিনি নিয়মিত ধারাভাষ্য করেন। সেই কারণে মনে হচ্ছে মনে করা হচ্ছে এবারের আইপিএলই সম্ভবত শেষ আইপিএল হরভজনের ক্রিকেট কেরিয়ারে।
3) আম্বাতি রায়াডু:- গত কয়েক বছর ধরে চেন্নাই সুপার কিংস এর ধোনি, রায়নাদের সাথে মিডল অর্ডারে ভরসা যোগাচ্ছেন রায়াডু। তবে মনে করা হচ্ছে এবারের আইপিএলই রাহাডুর ক্রিকেট কেরিয়ারের শেষ আইপিএল হতে চলেছে, কারণ দীর্ঘ কয়েক মাস ধরে তিনি তার ক্রিকেট ক্যারিয়ার চূড়ান্ত অফ ফর্মের মধ্যে কাটাচ্ছেন অপরদিকে তার বয়স এই মুহূর্তে 34 বছর পেরিয়ে গিয়েছে। সেই কারণে মনে হচ্ছে মনে করা হচ্ছে এবারের আইপিএলই সম্ভবত শেষ আইপিএল রায়াডুর ক্রিকেট কেরিয়ারে।
4) এ বি ডিভিলিয়ার্স:-
দীর্ঘদিন ধরে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলছেন ডিভিলিয়ার্স। এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নিয়ে বিভিন্ন ক্রিকেট লীগ খেলছেন। তবে ডিভিলিয়ার্স নিজেই ইঙ্গিত দিয়েছেন যে এবারের আইপিএলই তার কেরিয়ারের শেষ আইপিএল হতে চলেছে।