বাংলাহান্ট ডেস্কঃ করোনার দ্বিতীয় পর্বে রাজ্যে বিধিনিষেধের সময়সীমা বাড়িয়ে করা হয়েছিল ১৫ ই জুন। এই সময়ের মধ্যে দৈনন্দিন কিছু জিনিসে ছাড় দেওয়া হলেও, লোকাল ট্রেন (Local Train) পরিষেবা এখনও বন্ধ রাখা হয়েছে। তবে বর্তমানে সংক্রমণের মাত্রা অনেকটাই কম। তাই বিধি নিষেধের সময়সীমা আর বাড়ানো হবে কিনা, তা আজই নির্ধারণ করবে রাজ্য সরকার। তবে তার আগেই, পূর্ব ও দক্ষিণপূর্ব রেলের পক্ষ থেকে রেল পরিষেবা চালু করার অনুপতি পত্র গেল নবান্নে।
করোনার দ্বিতীয় পর্বে জারি করা বিধিনিষেধের মধ্যেই বন্ধ রাখা হয়েছিল রেল পরিষেবা। রাজ্যের অনুরোধেই বাংলায় রেল পরিষেবা বন্ধ রেখেছিল রেল কর্তৃপক্ষ। তবে রেলকর্মীদের জন্য স্টাফ স্পেশাল ট্রেন চালু রাখা হয়েছিল। পরবর্তীতে পর্যায়ক্রমিকভাবে সেই স্টাফ স্পেশাল ট্রেনে স্বাস্থ্য়কর্মী, ব্যাঙ্ককর্মী এবং টেলিকমের মত জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের উঠতে ছাড়পত্র দেওয়া হয়েছিল।
কিন্তু বর্তমানে দীর্ঘদিন ধরে ট্রেন চলাচল বন্ধ রাখার কারণে, নির্বাচিত বিভাগের কর্মীদের পাশাপাশি প্রচুর পরিমাণে সাধারণ মানুষও উঠে পড়ছেন সেই ট্রেনে। যার ফলে ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় হয়ে যাচ্ছে, যা সামলানো যাচ্ছে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এর ফলে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে বলে, আশঙ্কা করছে রেল।
সেই কারণেই দ্বিতীয় পর্বের বিধিনিষেধের সময়সীমা শেষ হওয়ার পূর্বেই পূর্ব ও দক্ষিণপূর্ব রেলের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয় নবান্নে। যেখানে বলা হয়েছে, স্টাফ স্পেশাল ট্রেনে যা ভিড় হচ্ছে, তা সামলানো দায় হয়ে পড়ছে। এর থেকে লোকান ট্রেন চালু করলে, কিছুটা সুরাহা হতে পারে। তাই রেল পরিষেবা চালু করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সম্মতি চাওয়া হয়েছে।