টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই তাণ্ডব ইংরেজ ক্রিকেটারের, চিন্তা বাড়ল কোহলিদের

বাংলা হান্ট ডেস্কঃ টেস্টে এই মুহূর্তে পাঁচ ম্যাচের সিরিজে নিজেদের ঘরের মাঠেই ভারতের কাছে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। শুধু তাই নয় রুট, বেয়ারস্টো ছাড়া সেভাবে ফর্মে নেই কেউই। যার জেরে ব্যাটসম্যান পরিবর্তন করে ইতিমধ্যেই ব্যাটিং লাইনআপে ডেভিড মালানকে অন্তর্ভুক্ত করেছে তারা। কিন্তু টেস্ট ক্রিকেটে সেভাবে ভারতের সঙ্গে পাল্লা দিতে না পারলেও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের কিন্তু যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠতে পারে ইংল্যান্ড। কারণ অনুসন্ধান করতে গেলে অবশ্যই নাম উঠে আসবে লিয়াম লিভিংস্টোনের।

এই মারকুটে হাতি ব্যাটসম্যান যেভাবে তার যেভাবে তার আগমন বার্তা ঘোষণা করেছেন হান্ড্রেড বল সিরিজে তা দেখে রীতিমতো চমকিত হয়েছেন সকলেই। লিয়াম সাধারণত লেগ সাইডে ভীষণ দক্ষ। বাউন্ডারি থেকেও ছক্কা হাকানোতেই তার মনোযোগ বেশি। সর্ট অফ গুড লেন্থ বলকেও সুন্দরভাবে বাউন্ডারিতে পাঠাতে পারেন এই ব্যাটসম্যান। তাকে সব থেকে বেশি ছক্কা হাঁকাতে দেখা গিয়েছে স্কয়ার লেগ এবং মিডউইকেট অঞ্চলে। কয়েকদিন আগেই সেমিফাইনালে বার্নিংহাম ফনিক্সের হয়ে মাঠে নেমে নর্দান সুপারচার্জাসের বিরুদ্ধে ৪০ বলে দুরন্ত ৯২ রানের ইনিংস খেলেন তিনি। তার ইনিংস সাজানো ছিল দশটি ছক্কা এবং তিনটি বাউন্ডারি দিয়ে।

তার এই ইনিংসের দৌলতেই ফাইনালে পৌঁছায় বার্মিংহাম ফনিক্স। এখনো পর্যন্ত হ্যান্ড্রেড বল টুর্নামেন্টেমাত্র ৮ টি ম্যাচে ৩০২ রান সংগ্রহ করেছেন লিভিংস্টোন। মেরেছেন ২৫ টি ছয় এবং ১৮ টি চার। রয়েছে তিনটি হাফ সেঞ্চুরিও। প্রসঙ্গত উল্লেখ্য, ১৭ অক্টোবর থেকে আরব আমিরশাহীতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ইংল্যান্ড। সেই দলে এমন মারকুটে ব্যাটসম্যান যে জায়গা পেতেই পারেন তা বলাই বাহুল্য। আর তাহলে তিনি যে গোটা বিশ্বের জন্য রীতিমত ত্রাস হয়ে উঠতে পারেন এ নিয়েও কোন সন্দেহ নেই।

images 2021 08 20T224615.268

উল্লেখ্য আইপিএলেও রাজস্থান রয়্যালস দলে রেখেছে এই ব্যাটসম্যানকে। যদিও এখনও পর্যন্ত কোন আইপিএল ম্যাচ নেই লিভিংস্টোনের ঝুলিতে। কিন্তু হান্ড্রেড বল সিরিজে যে ফর্ম দেখিয়েছেন তিনি, তাতে তাকে যে উপরের দিকে খেলানোর কথাই ভাববে রাজস্থান এ নিয়ে কোন সন্দেহ নেই। তবে আইপিএলের থেকেও বিশ্বকাপে লিয়াম এখন কোহলিদের মাথাব্যথার কারণ হতে পারেন কিনা সে দিকেই নজর থাকবে সকলের।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর