এবার সদ্যজাতদের জন্যও পলিসি, দুর্দান্ত প্ল্যান লঞ্চ করল LIC! রিটার্নের অঙ্ক চমকে দেবে

বাংলাহান্ট ডেস্ক : বর্তমান সময়ে প্রায় সকলেই মনোযোগ দিয়েছেন সেভিংস এর দিকে। কেউবা ইনভেস্ট করছেন মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) তো কেউ আবার ভরসা রাখছেন ব্যাঙ্কের ফিক্স ডিপোজিট- এ (Fixed Deposit)। আবার অনেকেই পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে বিনিয়োগ করছেন এলআইসিতে (Life Insurance Corporation)। আর সাধারণ মানুষের জন্যই একের পর এক বীমা প্ল্যান নিয়ে হাজির হচ্ছে এলআইসি।

এতদিন পর্যন্ত এলআইসির গ্রাহক হওয়ার জন্য নির্দিষ্ট বয়স সীমা বেধে দেওয়া হয়েছিল। তবে এবার এমন এক বীমা প্ল্যান নিয়ে হাজির হলো এই সংস্থা যা শুনলে আপনিও হয়তো চমকে উঠবেন। ইতিমধ্যেই বহু মানুষ একক প্রিমিয়াম জীবন বীমা প্ল্যানে বিনিয়োগ করতে শুরু করে দিয়েছেন। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে বিনিয়োগ। কি সেই প্ল্যান? সেটাই জানাবো আজকের এই বিশেষ প্রতিবেদনে।

lic

লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া নিয়ে এলো নতুন পলিসি ‘ধন বৃদ্ধি’। এই নতুন পলিসিতে গ্রাহক বীমা কভারের সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন নিশ্চিত রিটার্নও। বলা বাহুল্য এটি একটি একক প্রিমিয়াম জীবন বীমা প্ল্যান। জুন মাসের ২৩ তারিখ থেকে চালু হওয়া ‘ধন বৃদ্ধি’ পলিসিতে বিনিয়োগ করার শেষ তারিখ ৩০শে সেপ্টেম্বর ২০২৩।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই যে, মাত্র তিন মাস বয়সী শিশুর নামেও এই পলিসি করা যাবে। এলআইসির ‘ধন বৃদ্ধি’ পরিকল্পনাটির ক্ষেত্রে গ্রাহকদের জন্য খোলা রয়েছে দুটি পথ। প্রথমত, এই পলিসিতে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে রিটার্ন পাবেন ১.২৫ গুণ। আর দ্বিতীয়ত পলিসি গ্রাহকের মৃত্যুর ক্ষেত্রে ১০ গুণ পাওয়া যাবে রিটার্ন।

পলিসিটি শুরু হওয়ার পর থেকে মেয়াদ শেষ হওয়ার আগে পর্যন্ত যদি গ্রাহকের মৃত্যু হয় তাহলে মূল টাকা এবং তার প্রেক্ষিতে পাওয়া নিশ্চিত রিটার্নও মিলবে। এই পলিসি গ্রাহক হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে ৯০ দিন বা তিন মাস। অর্থাৎ আপনি যদি চান তাহলে আপনার সন্তানের নামেও করতে পারেন এই পলিসি। পলিসির মেয়াদের সময়কাল গুলি হল ১০, ১৫ এবং ১৮ বছর। খুব সহজে এর মধ্যে যে কোন একটি সময় কাল আপনি নির্বাচন করতে পারেন।

additiya

সম্পর্কিত খবর