নিয়োগ দুর্নীতিতে তলব! সায়নীর থেকে কী কী চেয়ে পাঠালো ED, জানেন?

বাংলা হান্ট ডেস্কঃ সেই কুন্তলের সূত্র ধরেই নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির আতস কাঁচের নীচে অভিনেত্রী তথা রাজ্যের যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh)। শিক্ষক কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়ে মঙ্গলবার সায়নীকে নোটিস দিয়েছে ইডি (ED)। শুক্রবার সকাল ১১টার মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হতে বলা হয়েছে সায়নীকে।

বঙ্গের নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত হুগলীর বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরেই নাম জড়ালো অভিনেত্রীর। কুন্তলের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে সায়নীকে তলব করা হয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টররেট সূত্রে খবর।

আর্থিক লেনদেন এমনকি সম্পত্তি কেনাবেচাতেও একাধিক ক্ষেত্রে সায়নীর নাম উঠে এসেছে বলে গোয়েন্দা সংস্থা সূত্রে খবর। এই সমস্ত বিষয়ে বিশদে জানতেই সায়নীকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

জানা গিয়েছে, সায়নীকে দশ বছরে আয়কর রিটার্নের হিসাব জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি নেত্রীর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও চেয়েছে ইডি। এই সমস্ত অ্যাকাউন্টের শুরু থেকে যাবতীয় লেনদেনের হিসাবও চাওয়া হয়েছে বলে। শুধু তাই নয়, চাওয়া হয়েছে অভিনেত্রীর যাবতীয় সম্পত্তির খতিয়ান।

saayoni

অন্যদিকে, তাঁর কটি ফ্ল্যাট, বাড়ি রয়েছে! কোথায় কোথায় রয়েছে এই সমস্ত কিছুর নথি দেখতে চাওয়া হয়েছে। কোথায় জমি রয়েছে তার খতিয়ান জানতে চাওয়া হয়েছে। তাঁর সমস্ত অস্থাবর সম্পত্তির হিসাব-নিকেশও জানতে চেয়েছে ইডি। এই গুচ্ছ-গুচ্ছ নথি- তথ্য নিয়েই শুক্রবার ইডি দফতরে যেতে হবে সায়নীকে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর