বাংলা হান্ট ডেস্ক: নতুন বছর অর্থাৎ ২০২৬ সালের শুরুতেই LIC (Life Insurance Corporation) তার লক্ষ লক্ষ গ্রাহকদের দ্বিগুণ সুবিধা দিয়েছে। মূলত, দেশের বৃহত্তম এই বিমা সংস্থা একটি নতুন প্ল্যান চালু করারও ঘোষণা করেছে। সেটির নাম হল ‘জীবন উৎসব সিঙ্গেল প্রিমিয়াম’। এছাড়াও, বন্ধ হয়ে যাওয়া পলিসিগুলি পুনরায় চালু করার জন্য একটি পরিকল্পনাও তৈরি করা হয়েছে। জানিয়ে রাখি যে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে LIC ক্রমাগত তার প্রোডাক্ট পোর্টফোলিও শক্তিশালী করছে। এই লক্ষ্যে, কোম্পানিটি ‘LIC জীবন উৎসব সিঙ্গেল প্রিমিয়াম’ নামে একটি নতুন বিমা প্ল্যান চালু করেছে। এই প্ল্যানটি আগামী ১২ জানুয়ারি, ২০২৬ থেকে সাধারণ জনগণের জন্য বিক্রয়ের জন্য উপলব্ধ হবে। স্টক এক্সচেঞ্জকে দেওয়া তথ্য অনুসারে, এটি একটি নন-লিঙ্কড, নন-পার্টিসিপেটিং, ব্যক্তিগত সঞ্চয় এবং হোল লাইফ লাইফ ইন্সুরেন্স প্ল্যান।
বড় পদক্ষেপ LIC (Life Insurance Corporation)-র:
এই প্ল্যানটি মূলত তাঁদের জন্য তৈরি করা হয়েছে যাঁরা বারবার প্রিমিয়াম পরিশোধের ঝামেলা এড়াতে চান এবং একবার বিনিয়োগ করে আজীবন সুরক্ষা এবং সঞ্চয় উপভোগ করতে চান। উল্লেখ্য যে, গত বছরও LIC ‘বিমা কবচ’ থেকে শুরু করে জন সুরক্ষা’ এবং ‘স্মার্ট পেনশন প্ল্যান’-এর মতো একাধিক প্ল্যান বাজারে এনেছিল। তবে ‘জীবন উৎসব’ সিঙ্গেল প্রিমিয়াম বিভাগে একটি বড় প্ল্যান হিসেবে বিবেচিত হচ্ছে।

বন্ধ হয়ে যাওয়া পলিসি ফের শুরু করার সুযোগ: উল্লেখ্য যে, প্রায়শই আর্থিক সীমাবদ্ধতা বা ভুলের কারণে, অনেকেই সময়মতো প্রিমিয়াম পরিশোধ করতে অক্ষম হন এবং তাঁদের পলিসি ল্যাপস হয়ে যায়। যার অর্থ ওই প্ল্যানটি অকার্যকর হয়ে যায়। এর ফলে পলিসি হোল্ডাররা তাঁদের বিমা কভারেজ থেকে বঞ্চিত হন। এই সমস্যাটি উপলব্ধি করে, LIC একটি বিশেষ ‘ রিভাইভাল ক্যাম্পেন’ চালু করেছে। এই ক্যাম্পেনটি গত ১ জানুয়ারি, ২০২৬ তারিখে শুরু হয়েছিল এবং আগামী ২ মার্চ, ২০২৬ পর্যন্ত চলবে।
এই সময়ের মধ্যে, যদি আপনার কোনও ইন্ডিভিজুয়াল পলিসি প্রিমিয়াম পরিশোধ না করার কারণে বন্ধ হয়ে যায়, তাহলে আপনি বড় ছাড়ের মাধ্যমে এটি পুনরায় চালু করতে পারেন। LIC জানিয়েছে যে, এই ক্যাম্পেনটি সেইসব পলিসি হোল্ডারদের সাহায্য করার জন্য শুরু করা হয়েছে যাঁরা প্রতিকূল পরিস্থিতির কারণে প্রিমিয়াম দিতে অক্ষম ছিলেন। এদিকে, পুরোনো পলিসি রিভাইভ করা সর্বদা এটি একটি নতুন পলিসি কেনার চেয়ে ভালো বলে মনে করা হয়। কারণ এতে পুরনো বোনাস এবং কভারেজের সম্পূর্ণ সুবিধা পাওয়া যায়।
আরও পড়ুন: শেয়ার বাজারে হাহাকার রিলায়েন্সের! মুহূর্তের মধ্যে উধাও ১ লক্ষ কোটি, সামনে এল কারণ
লেট ফি-তে উল্লেখযোগ্য ছাড়: এই ক্যাম্পেনের সবচেয়ে বড় বিষয় হল লেট ফি-তে ছাড়। LIC নন-লিঙ্কড এবং মাইক্রো ইন্সুরেন্স প্ল্যানসের ওপর এই ছাড় প্রদান করেছে। এই ক্যাম্পেনের অধীনে আপনি যদি আপনার পলিসি রিভাইভ করেন, সেক্ষেত্রে আপনি লেট ফি-তে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। এই ছাড়টি ৩ টি ভাগে বিভক্ত।
১. যদি আপনার বকেয়া প্রিমিয়াম ১ লক্ষ টাকা পর্যন্ত হয়, তাহলে আপনি লেট ফি (সর্বোচ্চ ৩,০০০ টাকা)-র ওপর ৩০ শতাংশ ছাড় পাবেন।
২. এদিকে, ১ লক্ষ টাকা থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত প্রিমিয়ামের ওপরেও ৩০ শতাংশ ছাড় রয়েছে। তবে এখানে সর্বোচ্চ সীমা ৪,০০০ টাকা।
৩. ৩ লক্ষ টাকা এবং তার বেশি প্রিমিয়ামের ওপর সর্বোচ্চ ৫,০০০ টাকা ছাড় দেওয়া হবে।
আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, মাইক্রো ইন্সুরেন্স প্ল্যানগুলিতে লেট ফি ১০০ শতাংশ মকুব করা হয়। যা দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের জন্য একটি উল্লেখযোগ্য স্বস্তি হিসেবে বিবেচিত হয়।
আরও পড়ুন: দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে ছিন্ন প্রায় এক দশকের সম্পর্ক! নতুন সফর শুরু করলেন নীরজ চোপড়া
এই শর্তাবলির অধীনে পলিসি রিভাইভ করা যাবে: উল্লেখ্য যে, LIC ইতিমধ্যেই স্পষ্ট করে জানিয়েছে, এই ক্যাম্পেনের অধীনে প্রতিটি বন্ধ পলিসি রিভাইভ করা যাবে না। শুধুমাত্র সেইসব পলিসি রিভাইভ করা যেতে পারে যাঁদের পলিসি প্রিমিয়াম পরিশোধের সময়কালে শেষ হয়ে গেছে এবং পলিসির মেয়াদ এখনও শেষ হয়নি। এছাড়াও, প্রথম অপরিশোধিত প্রিমিয়ামের তারিখ থেকে শুধুমাত্র ৫ বছরের মধ্যে পলিসিটি রিভাইভ করা যেতে পারে। তবে, কোম্পানিটি স্পষ্ট করে জানিয়েছে যে চিকিৎসা বা স্বাস্থ্যগত প্রয়োজনীয়তার ক্ষেত্রে কোনও ছাড় থাকবে না। এর অর্থ হল, যদি পলিসি রিভাইভের জন্য কোনও মেডিক্যাল পরীক্ষা প্রয়োজন হয়, সেক্ষেত্রে গ্রাহকদের তা করতে হবে।












