বাংলাহান্ট ডেস্ক : বছরের পর বছর ধরে সাধারন মধ্যবিত্ত মানুষের ভরসার নাম এলআইসি বা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (Life Insurance Corporation of India)। এলআইসির একাধিক স্কিম রয়েছে যেগুলি আমাদের কাছে অত্যন্ত আগ্রহের। বহু মানুষ ভবিষ্যৎ ও পরিবারের কথা ভেবে বিনিয়োগ করে থাকেন এলআইসিতে।
তবে এলআইসির(Life Insurance Corporation of India) এমন একটি স্কিম রয়েছে যেটি আপনাকে স্বল্প বিনিয়োগে দিতে পারে মোটা রিটার্ন। এই স্কিম পূরণ করতে পারেন আপনার কাঙ্খিত স্বপ্ন। ১৫১ টাকা বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা ফেরত পেতে পারেন ৩১ লক্ষ টাকা পর্যন্ত। বাড়িতে যদি কন্যা সন্তান থেকে থাকে তাহলে তাদের জন্য এই স্কিমটি অত্যন্ত লাভ দায়ক।
আরোও পড়ুন : ‘ঐশ্বর্যকে দেখলেই আমার স্বামী অমিতাভের…’, এ কী বললেন জয়া! উঠে এল বচ্চন বাড়ির এক অজানা কথা
বাড়িতে কন্যা সন্তান থাকলে তার বিয়ে নিয়ে চিন্তা করতে হবে না বাবা-মাকে। দৈনিক মাত্র ১৫১ টাকা করে সঞ্চয় করলে পেতে পারেন ৩১ লক্ষ টাকার রিটার্ন। এলআইসির এই স্কিমটির নাম কন্যাদান পলিসি। এখানে বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীর ন্যূনতম বয়স হতে হবে ৩০ বছর ও তার কন্যা সন্তানের বয়স হতে হবে ১ বছর।
আরোও পড়ুন : অবিশ্বাস্য! এক টিকিটেই ১৬ হাজার কোটি! বিশ্বের সবচেয়ে বড় লটারি জিতে এই ব্যক্তি যা করলেন…
এই স্কিমের মেয়াদ ২৫ বছর। এই স্কিমে ২২ বছর পর্যন্ত বিনিয়োগ করতে হবে এবং শেষ তিন বছর কোনও টাকা প্রদান করতে হবে না। শিশুর জন্ম শংসাপত্র, পিতামাতার আধার কার্ড, প্যান কার্ড, মায়ের আধার কার্ড, পাসপোর্ট সাইজ ছবি ও ব্যাঙ্ক পাসবুক প্রয়োজন হবে এই স্কিমে নথিভুক্ত হওয়ার জন্য।
এই পলিসিটিতে প্রতিদিন ১৫১ টাকা অর্থাৎ মাসিক ৪৫৩০ টাকা প্রিমিয়াম দিতে হবে। যদি কারোর বেতন নূন্যতম ১৫ হাজার টাকা হয় তাহলে তিনি এই পলিসিতে নথিভুক্ত হতে পারবেন। ২২ বছর পর্যন্ত এই পলিসিতে বিনিয়োগ করে যেতে হবে। ২৫ বছর পর বিনিয়োগকারী রিটার্ন হিসেবে পাবেন ৩১ লক্ষ টাকা।