বাংলাহান্ট ডেস্ক : ভারতের শিল্পপতিদের মধ্যে অন্যতম বিখ্যাত ব্যক্তিত্ব মুকেশ আম্বানি (Mukesh Ambani)। গোটা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জিও কর্ণধার মুকেশ। ধীরুভাই আম্বানির বড় ছেলে মুকেশ আম্বানির জন্ম ১৯৫৭ সালে। তৎকালীন ব্রিটিশ উপনিবেশ এডেনে জন্মগ্রহণ করেন বর্তমান রিলায়েন্স কর্ণধার। জন্মের পর মুকেশ চলে আসেন ভারতে। এখানেই তার ছোটবেলা কেটেছে।
ভারতের স্কুলেই পড়াশোনা করেছেন মুকেশ। উচ্চ শিক্ষার জন্য যান স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়। সেখান থেকে এমবিএ পাশ করে দেশে ফিরে এসে রিলায়েন্স গোষ্ঠীর হাল ধরেন। মুকেশের যে সময় পড়াশোনা চলছিল সেই সময় তার বাবা ধীরুভাই আম্বানি ভারতের শিল্প জগতে রিলায়েন্সকে একটা নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। উচ্চবিত্ত পরিবারের জন্মগ্রহণ করলেও মুকেশ খুব সাধারণভাবে নিজের জীবন শুরু করেন।
পড়াশোনা শেষ করে রিলায়েন্স গ্রুপে বাবার সাথে কাজকর্ম দেখাশোনা শুরু করেন। এমনকি ছোটবেলায় গণপরিবহনের মাধ্যমে স্কুল কলেজে যাতায়াত করতেন মুকেশ। এদিকে, রিলায়েন্সের প্রতিষ্ঠাতা ছিলেন ধীরুভাই আম্বানি। তার মৃত্যুর পর রিলায়েন্স গ্রুপ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। রিলায়েন্সের একটা অংশ আসে মুকেশ আম্বানির হাতে, অন্য অংশটি যায় অনিল আম্বানির হাতে।
তবে যত সময় এগিয়েছে ততই অনিল আম্বানীর ব্যবসা ক্ষতির সম্মুখীন হয়েছে। কিন্তু অপরদিকে মুকেশ তার ব্যবসাকে নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায়। মুকেশ মুম্বাইতে তৈরি করেছেন বিশ্বের সবথেকে দামি বাড়ি অ্যান্টিলিয়া। তবে আপনাদের জানিয়ে রাখি আম্বানি পরিবারের সবাই নিরামিষাশী। মুকেশ আম্বানি নিজেও কখনো আমিষ খাবার বা মদ ছুঁয়েও দেখেননি।