বাংলাহান্ট ডেস্ক : মুর্শিদাবাদের (Murshidabad Murder Case) জাফরাবাদে বাবা ছেলের হত্যাকাণ্ডের সাজা হিসেবে দোষী ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করল জঙ্গিপুর মহকুমা আদালত। বিচারক অমিতাভ মুখোপাধ্যায় এদিন দোষী ১৩ জনেরই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। একই সঙ্গে মৃত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশও দিয়েছেন বিচারক।
মুর্শিদাবাদ হত্যাকাণ্ডে (Murshidabad Murder Case) সাজা ঘোষণা
সোমবার এই ঘটনায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। আজ হল সাজা ঘোষণা। আদালত সূত্রে জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(২), ৩১০(২), ৩৩১(৫), ১৯১(৩), ১২৫(২), ১২৬(২), ৩৩২(এ), ৩(৫) ধারায় মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হয়েছে দোষীদের।

কাদের সাজা হল: সাজাপ্রাপ্তদের তালিকায় রয়েছেন দিলদার নাদাব, আসমাউল নাদাব, ইনজামুল হক, জিয়াউল হক, ফেকারুল শেখ, আজফারুল শেখ, মণিরুল শেখ, একবাল শেখ, নুরুল ইসলাম, সাবা করিম, হজরত শেখ, আকবর আলি এবং ইউসুফ শেখ।
আরও পড়ুন : স্বামীর শখ যাচাই করতে কিনেছিলেন লটারি; ভাগ্য খুলে গেল, ১০০ লাখ জিতে কোটিপত্নী বর্ধমানের গৃহবধূ
ওয়াকফ বিক্ষোভে উত্তপ্ত মুর্শিদাবাদ: গত এপ্রিলে লাগু হয় ওয়াকফ আইন। তার বিরোধিতায় তীব্র বিক্ষোভ শুরু হয় গোটা বাংলায়। বিশেষ করে অশান্তির আঁচ পড়ে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায়। মুর্শিদাবাদ, মালদহ থেকে সুন্দরবনে ছড়ায় অশান্তির ছবি। সে সময়ই মুর্শিদাবাদের (Murshidabad Murder Case) সামসেরগঞ্জে ওয়াকফ হিংসার বলি হন বাবা ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস। অভিযোগ উঠেছিল, বিক্ষোভের মাঝে পড়ে যাওয়ায় নৃশংস ভাবে খুন হতে হয় তাঁদের।
আরও পড়ুন : তিন দিনেই ছাপিয়ে গেলেন কোহলিকে, ভারত সফরে কত উপার্জন হল মেসির, জানেন?
এই ঘটনার তদন্তে সিট গঠন হওয়ার পর ১৬ ডিসেম্বর পর্যন্ত চলে শুনানি। তারপর সাজা ঘোষণা। যদিও এই সাজা সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, দোষীদের ফাঁসি হওয়া উচিত ছিল। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথাও বলেছেন বিরোধী দলনেতা।












