বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্বকাপে আজ নিজেদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছে ব্রাজিল। কাতারের রাস আবু আবদ স্টেডিয়ামে প্রথমার্ধে গোল পায়নি তারা। ভিনিসিয়াস জুনিয়ার একবার ব্রাজিলকে এগিয়ে দেয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন কিন্তু শটটি ঠিকঠাক নিতে না পারে সুইজারল্যান্ড গোলরক্ষক ইয়ান সোমার সেটি বাঁচিয়ে দেন।
এরই মাঝে কাতারের স্টেডিয়ামটিতে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে একটি ঘটনা ঘটে। ৪৪ মিনিট নাগাদ বাইক সেকেন্ডের জন্য গোটা স্টেডিয়ামের আলো কমে যায়, যদিও আরো কয়েক মুহূর্তের মধ্যেই যাবতীয় আলোর অবস্থা স্বাভাবিক হয় এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয় প্রথমার্ধ। কেন এমন হয়েছিল তা এখনো জানা যায়নি।
আজ ব্রাজিল নিজেদের ছন্দময় ফুটবল খেলতে ব্যর্থ হয়েছে সুইজারল্যান্ডের ফুটবল স্ট্রাটেজির কারণে। লো ব্লক রেখে ব্রাজিলের মাঝ মাঠে কোন রকম কানেকশন তৈরি হতে দেয়নি তারা। নেইমার না থাকাতেও ব্রাজিলের মিডফিল্ড কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফরওয়ার্ড দের জন্য যথেষ্ট যোগ্য সুযোগ তৈরি করতে পারেনি তারা।
আজ অবশ্য দলের খেলা দেখতে নেইমার স্টেডিয়ামে আসেননি। হোটেলের ঘরে তার ফিজিওথেরাপির সেশন ছিল তাই তিনি টিভির সামনে বসেই খেলা দেখছেন। প্রথমার্ধে যে ফুটবল ব্রাজিল খেলেছে তাতে তিনি খুব একটা খুশি হতে পারবেন না।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা