মায়ের মতো এশিয়ান গেমসে ভারতের মুখ উজ্জ্বল করলেন হরমিলন! ফিরলো ২১ বছর পুরোনো ইতিহাস

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ জমে উঠেছে এশিয়ান গেমস (2023 Asian Games)। চীন, জাপান বা দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলির সঙ্গে সমানে সমানে প্রতিদ্বন্দ্বিতা না করতে পারলেও বাকি দেশগুলোর থেকে অনেকটাই ভালো জায়গায় রয়েছে ভারত (India)। বড় বড় তারকাদের পাশাপাশি অপ্রত্যাশিত হবে ও বেশ কিছু পদক আসছে। তার মধ্যে একটি রোপ‍্য পদক নিয়ে আজ আমরা আলোচনা করব। মহিলাদের ৮০০ মিটার রেসে সেই পদকটি জিতেছেন ভারতের হরমিলন বেইন্স (Harmilan Bains)।

দৌড়টি শুরু হওয়ার কিছু সময় পরে দেখা যাচ্ছিল যে বেশ কিছুটা পিছিয়ে রয়েছেন হরমিলন। কিন্তু রেসের শেষ ১৫ সেকেন্ডের তাকে অদ্ভুতভাবে গতি বাড়াতে দেখা যায়। শেষ পর্যন্ত চীনের প্রতিপক্ষকে পেছনে ফেললেও প্রথমে থাকার শ্রীলঙ্কার প্রতিপক্ষের ধারে কাছে পৌঁছাতে পারেননি তিনি। ২:০৩.৭৫ সময় ফিনিশ করে নিজের এবং দেশের জন্য সিলভার মেডেল নিশ্চিত করেন তিনি।

এবার প্রশ্ন হচ্ছে যে ভারত এশিয়ান গেমসে মোট ৮১ টি পদক জিতে নিয়েছে। তার মধ্যে এই পদ্ধতিতে এত আলোচনা হচ্ছে কেন। এই পদক্ষেপ নিয়ে আলোচনা হওয়ার মূল কারণ হলো মা এবং মেয়ের সম্পর্কের ইকুয়েশন। আজ থেকে ২১ বছর আগে এই প্রতিযোগিতায় তার মা-ও রুপো জিতেছিলেন। ২০০২ সালের এশিয়ান গেমসে হরমিলনের মা মাধুরী সিং জাপানের বুশানের মাটিতে জিতেছিলেন রৌপ্য পদক। তিনি হয়তো চেয়েছিলেন তার মেয়ে তার সাফল্যকে টপকে যাক।

harmilan madhuri

কিন্তু দুর্ভাগ্যবশত অল্পের জন্য তেমনটা হয়নি। তবে নিজের মায়ের মতোই দেশকে গর্বিত করেছেন হরমিলন। আর শুধু ৮০০ মিটারই নয়, এবারের এশিয়ান গেমসে মেয়েদের ১৫০০ মিটারের দেশেও তিনি রোপ‍্য পদক জিতেছেন। তবে তিনি নিজে জানিয়েছেন যে এখানে তার মূল লক্ষ্য ছিল ব্রোঞ্জ পদক জেতা।

আরও পড়ুন: চীনের মাটিতে ভারতের দাপট! এশিয়ান গেমসে নীরজের সোনার পাশাপাশি ভারতকে রুপো উপহার কিশোরের

কেন সোনা আবার উপর বদলে ব্রোঞ্জ পদক টার্গেট করেছিলেন হরমিলন। জবাবে এই ভারতীয় ক্রীড়াবিদ জানিয়েছেন তিনি ভাবতেই পারেননি যে ১৫০০ মিটার দৌড়ে তারপর ৮০০ মিটারের রেসে তিনি নামতে পারবেন। তার পা যেন তার আগেই মানতে চাইছিল না ৮০০ মিটারের ক্ষেত্রে। রেস চলাকালীনই যখন শেষ ৩০০ মিটার বাকি তখনই তিনি ঠিক করেন যে ব্রোঞ্জ জয়ের জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন। তবে ব্রোঞ্জের বদলে রুপোর পদক আশায় তিনি আরো খুশি হয়েছেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর