বাংলা হান্ট নিউজ ডেস্কঃ একসময় সকলেই ভেবেছিলাম যে হেসে খেলে ফরাসি লিগ জিতবেন কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসিরা। কিন্তু তাদের লড়াই শেষদিকে একেবারে সহজ হয়নি। কিন্তু শেষপর্যন্ত এক ম্যাচ বাকি থাকতেই শিরোপা জয় নিশ্চিত করে ফেললো পিএসজি। গত ১১ মরশুমে ৯ বার লিগ ওয়ান জেতার বিরল রেকর্ড করলো প্যারিসের বিত্তশালী ক্লাবটি।
যদিও পিএসজি যখন মেসিকে দলে এনেছিল তখন তাদের মূল লক্ষ্য ছিল ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়। কিন্তু দুই মরশুম চেষ্টা করার পরেও এখনো অবধি সেই লক্ষ্য পূরণ করতে পারেননি মেসিরা। গত বছর রিয়াল মাদ্রিদ এবং চলতি বছরে বায়ার্ন মিউনিখের কাছে বিশ্রী ভাবে হেরে সেই স্বপ্ন ভেঙে গিয়েছে এমবাপ্পেদের।
আজ অবশ্য দুই বিশ্বকাপ ফাইনালের নায়কের যুগলবন্দিতে ট্রফি জয় নিশ্চিত করেছে পিএসজি। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে এমবাপ্পের চতুর পাস ধরে নিজের চির পরিচিত দক্ষতা এবং গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন মেসি। প্রতিপক্ষ স্টার্সবার্গ ৭৯ মিনিটে সমতা ফেরালেও ড্র করে ১ পয়েন্ট পাওয়া মাত্রই দ্বিতীয় স্থানে থাকা লেন্সের নাগালের বাইরে পৌঁছে যায় পিএসজি।
মেসি এই দিনে নিজের মরশুমের শততম ড্রিবলটি সম্পূর্ণ করেছেন। অর্থাৎ গোটা মরশুমে ১০০ জনকে কাটিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এছাড়া ইউরোপের ঘরোয়া লিগ গুলিতে তার গোলসংখ্যা দাঁড়ালো ৪৯৬। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৪৯৫ লিগ গোলের রেকর্ড ভেঙ্গে দিলেন তিনি। সেই সঙ্গে এই লিগ ওয়ান ট্রফিটা ছিল তার কেরিয়ারের ৪৩ তম ট্রফি। আর কোন ফুটবলার নিজের কেরিয়ারে এর চেয়ে বেশি সংখ্যক ট্রফি জিততে পারেননি।
অপরদিকে সৌদি আরবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল আল নাসেরের ট্রফি অভিযান শেষ হয়ে গেল আজ আল ইত্তেফাকের সাথে ড্র করে। এক ম্যাচ বাকি থাকতেই সৌদি প্রো লিগ জিতে নিলো আল ইত্তিহাদ। এক পর্তুগিজ কোচ নুনো এস্পিরিতো সান্তোর কোচিংয়েই রোনাল্ডোর অল নাসেরকে পেছনে ফেলে ট্রফি ঘরে তুলল তারা।
দুই বছর আগে এই রোনাল্ডোর দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে টটেনহ্যাম হটস্পার্সকে উড়িয়ে দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তখন স্পার্সকে কোচিং করাতেন এই নুনোই। রোনাল্ডোর ওই মারাত্মক পারফরম্যান্সের পর তাকে কোচের পদ থেকে ছেঁটে ফেলে ইপিএলের ক্লাবটি। এক বছর পর সৌদি আরবে কোচিং করাতে চলে এসেছিলেন তিনি। আজ রোনাল্ডোর দলকে পেছনে ফেলে ট্রফি দিতে যেন সেই দিনের বদলা নিয়ে নিলেন নুনো।