বাংলা হান্ট নিউজ ডেস্ক: আর্জেন্টিনার স্মরণীয় জয়ের রাতেই ভক্তদের একটি খারাপ খবর দিয়েছেন লিওনেল মেসি। এইমুহূর্তে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। ৫ গোল এবং ৩ টি অ্যাসিস্ট করে তিনি বিশ্বকাপের সেরা পারফর্মার। ৩৫ বছর বয়সে যেভাবে তিনি এখনো ডিফেন্ডার নাকানিচোবানি খাওয়াচ্ছেন, সেটা দেখে অনেকেই নিশ্চিত যে আরও তিন চার বছর নিজের সেরা ছন্দেই সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারবেন লিওনেল মেসি।
কিন্তু কাল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের সেরা হয়ে মেসি স্পষ্ট করে দিয়েছেন যে এটি তার শেষ বিশ্বকাপ। এই বিশ্বকাপ জেতার জন্য নিজের সবটা উজাড় করে দেবেন লিওনেল মেসি। কিন্তু এরপর বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তাকে আর দেখা যাবে না। দল হিসাবেও আর্জেন্টিনা মেসির স্বপ্নকে সফল করে তোলার জন্য উন্মুখ।
মেসি আরো একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ‘পরের বিশ্বকাপ আসতে এখনো অনেক দেরি আছে। ততদিনে বয়স আমার সঙ্গ দেবে না। তাই আমি এবারের আসরটাকেই স্মরণীয় করে রাখতে চাই।’ গোটা আর্জেন্টিনা দলও যেন মেসির জন্যই এবার মাঠে নেমেছেন। তার হাতে ট্রফি দেখতে পাওয়াটা যেন শুধু মেসির একার নয়, দলের সকলের স্বপ্ন।
যদিও পরের বিশ্বকাপে মেসির বয়স হবে ৩৯। কিন্তু এই বয়সে অনেক তারকা ফুটবলারই বিশ্বকাপ খেলেছেন। মেসিও যে তেমনটা পারবেন না, এমনটা কেউই ভাবছেন না। কিন্তু ফুটবলের জাদুকর যখন নিজেই বলে দিচ্ছেন যে তিনি আর চান না তখন সেটাকে তার ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে সম্মান দেখানো উচিত বলে ধারণা বিশেষজ্ঞ মহলে।
আর্জেন্টিনা এই নিয়ে ষষ্ঠবার বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ফাইনালে উঠলো। এর আগে কোনদিনও বিশ্বকাপের সেমিফাইনালে হারের মুখ দেখেনি আর্জেন্টিনা, যে রেকর্ডটা গতকাল রাতেও তারা অক্ষত রেখেছে। এবার শুধু ফাইনালের প্রতিপক্ষকে হারিয়ে ট্রফিটা হাতে তোলার অপেক্ষা।