বাংলা হান্ট নিউজ ডেস্ক: আর্জেন্টিনা গত রবিবার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের খরা কাটিয়েছে। লিওনেল মেসি এবং আর্জেন্টিনা ভক্তদের ৪ দিন পেরিয়ে যাওয়ার পরও এখনো যেন সেই ঘটনার ঘোর কাটছে না। অনেকেই ঘোষণা করে দিচ্ছেন যে এই বিশ্বকাপ জয়ের পর মেসি এই প্রজন্মের তো বটেই, তার পাশাপাশি সর্বকালের সেরা ফুটবলার হয়ে গিয়েছেন।
এহেন মেসি সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহকে ভালোবেসে একটি উপহার পাঠিয়েছেন। তার এই উপহারটি পেয়ে স্বাভাবিকভাবেই অত্যন্ত গর্বিত বোধ করবেন অমিত শাহ পুত্র। কিন্তু আচমকা কেন মেসি তাকেই এমন উপহার পাঠিয়েছে তা এখনও পরিষ্কার হয়নি।
জয় শাহ যদিও নিজেই এই ব্যাপারে কোন মন্তব্য করেননি। কিন্তু আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য এবং প্রাক্তন ভারতীয় স্পিনার প্রজ্ঞান ওঝা সকলকে জানিয়েছেন যে মেসি নিজের সই করা একটি আর্জেন্টাইন জার্সি উপহার হিসেবে পাঠিয়েছেন বিসিসিআই সচিবকে।
ওঝা সেই জার্সিটির সঙ্গে নিজের এবং জয় শাহর একটি ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে লিখেছেন, “সর্বকালের সেরা ফুটবলার জয় ভাইয়ের জন্য নিজের শুভেচ্ছা এবং একটি সই করা জার্সি পাঠিয়েছেন। কি বিনয়ী ব্যক্তিত্ব! আশা করি আমিও শীঘ্রই নিজের জন্য এমন একটা উপহার পাব।”
View this post on Instagram
প্রসঙ্গত এইমুহূর্তে নিজের বাড়িতে নিজের ঘনিষ্ঠ বন্ধু সুয়ারেজ, ইনিয়েস্তাদের সাথে সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। দেশে ফিরে তাদের ট্রফি নিয়ে আর্জেন্টিনার রাজধানীতে হুড খোলা বাসে করে জনগণের সাথে দেখা করতে যেতে দেখা গেছে। তার আগে ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা।