বিশ্বকাপ জেতার পর প্রথমবার কলকাতার রাজপথে পা রাখছেন “ফুটবলের রাজপুত্র” মেসি! অপেক্ষা আর কটা দিনের

বাংলা হান্ট ডেস্ক: সমগ্র বিশ্বের ফুটবলপ্রেমীদের কাছেই লিওনেল মেসি (Lionel Messi) রীতিমতো একটি আবেগের নাম। যিনি মাঠে খেলতে নামলেই অধীর আগ্রহে গোলের জন্য অপেক্ষা করেন কোটি কোটি অনুরাগী। শুধু তাই নয়, ইতিমধ্যেই ফুটবল বিশ্বকাপ জিতে মেসি (Lionel Messi) তৈরি করে ফেলেছেন ইতিহাস। এমতাবস্থায়, আমাদের রাজ্যেও যে মেসির বিপুল সংখ্যক অনুরাগী রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

মেসির (Lionel Messi) কলকাতায় আগমনের প্রসঙ্গে সামনে এল সুখবর:

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০১১ সালে কলকাতায় এসেছিলেন মেসি (Lionel Messi)। পাশাপাশি, সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি ম্যাচও খেলেছিলেন। ৭৫,০০০ দর্শকের সামনে সম্পন্ন হওয়া ওই ম্যাচের স্মৃতি এখনও তরতাজা রয়েছে রাজ্যবাসীর মনে। তবে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী বছরেই ফের কলকাতায় আসতে চলেছেন মেসি।

   

Lionel Messi is coming to Kolkata again.

ইতিমধ্যেই কলকাতার জনপ্রিয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত জানিয়েছেন যে, আগামী বছর অর্থাৎ ২০২৫-এর শুরুতে কলকাতায় আসবেন মেসি (Lionel Messi)। শুধু তাই নয়, সম্প্রতি মেসির বাবার সাথেও সাক্ষাৎ হয়েছে শতদ্রুর। সেই সময়ে তিনি মেসির সাথে ফোনে কথা বলেন বলেও জানা গিয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কলকাতায় আসার ক্ষেত্রে প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছেন মেসি।

আরও পড়ুন: বর্ষাকালে ভালোবাসেন বেড়াতে? মিস করবেন না ভারতের এই ১১ টি ডেস্টিনেশন, গেলেই পয়সা হবে উশুল

বিষয়টির পরিপ্রেক্ষিতে শতদ্রু জানিয়েছেন যে, “আমি মেসির (Lionel Messi) বাবার সঙ্গে দেখা করেছি। সেই সময় মেসির ফোন আসে। তাঁর বাবা আমার সঙ্গে মেসির কথা বলিয়ে দেন। আমি তাঁদের পক্ষ থেকে প্রাথমিক সম্মতিটুকু পেয়েছি। এখন দিনক্ষণ নির্ধারণের পালা। তাঁরা প্রত্যেকেই অত্যন্ত ইতিবাচক।” শতদ্রু আরও জানান যে, “আমরা ২০২৫ সালে মেসিকে কলকাতায় নিয়ে আসব। তবে, আমি কথা দিচ্ছি যে এই বছরই আর্জেন্টিনার তারকা খেলোয়াড় অ্যাঞ্জেল ডি মারিয়া কলকাতায় আসবেন। সাথে আসতে পারেন আর্জেন্টিনার আরেক তারকা রদ্রিগো ডি পল।”

আরও পড়ুন: এবার লাফিয়ে কমল সোনার দাম! সস্তা হল রুপোও, জেনে নিন সর্বশেষ দর

প্রসঙ্গত উল্লেখ্য যে, গতবছরই শতদ্রুর উদ্যোগে কলকাতায় এসেছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবং ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালডিনহো। তাঁরা সেই সময়ে সফর করেছিলেন বাংলাদেশের উদ্দেশ্যেও। মূলত, শতদ্রুর সাথে বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগেই খেলোয়াড়রা পৌঁছেছিলেন সেখানে। এমতাবস্থায় অনুমান করা হচ্ছে যে, লিওনেল মেসিও (Lionel Messi) হয়তো বাংলাদেশে যেতে পারেন। যদিও সামগ্রিকভাবে এই বিষয়ে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর