সিদ্ধান্ত বদল! ইডেনের পরিবর্তে ১৪ বছর পর ফের যুবভারতীতেই আসছেন লিওনেল মেসি

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর ফের তৈরি হতে চলেছে নয়া ইতিহাস। কারণ, ২০১১ সালের পর ফের যুবভারতী স্টেডিয়ামেই উপস্থিত হতে চলেছেন ফুটবলের কিংবদন্তি তারকা লিওনেল মেসি (Lionel Messi)। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, মেসির কেরিয়ারেও যুবভারতী স্টেডিয়াম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। কারণ, ১৪ বছর আগে আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ তিনি খেলেছিলেন এই স্টেডিয়ামেই।

ফের কলকাতায় আসছেন মেসি (Lionel Messi):

এমতাবস্থায়, ১৪ বছর পর ফের মেসিকে (Lionel Messi) স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে যুবভারতী। প্রসঙ্গত উল্লেখ্য যে, এবারে মেসি যুবভারতী স্টেডিয়ামে কোনও ম্যাচ না খেললেও উপস্থিত হবেন “গোট কনসার্ট”-এ। প্রথমে এই অনুষ্ঠান ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে হওয়ার কথা থাকলেও পরবর্তীকালে সেই সিদ্ধান্তে আসে বদল। শেষ পর্যন্ত “গোট কনসার্ট” সম্পন্ন হতে চলেছে এশিয়ার অন্যতম সেরা ফুটবল স্টেডিয়াম যুবভারতীতে।

Lionel Messi is coming to Yuva Bharati stadium after 14 years.

কেন সিদ্ধান্ত বদল: এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মেসি (Lionel Messi) কলকাতায় আসার পর তাঁর থাকার কথা বাইপাস সংলগ্ন এক হোটেলে। মেসির সফরসূচিতে লেকটাউনে নিজের মূর্তি উদ্বোধনের বিষয়টি রয়েছে। এমতাবস্থায়, বাইপাসের ওই হোটেল থেকে লেকটাউন যাওয়ার পথেই রয়েছে যুবভারতী স্টেডিয়াম। অপরদিকে, ইডেনে এই কনসার্ট সম্পন্ন হলে সেক্ষেত্রে মেসিকে অনেকটা পথ ঘুরতে হত। যার ফলে, মেসির ভ্রমণসূচির দায়িত্বে থাকা আধিকারিকরা এই বিষয়টিতে আপত্তি জানান।

আরও পড়ুন: বিদেশের মাটিতেও বাঙালিয়ানার জয়! বিলেতে মহাসমারোহে সম্পন্ন হচ্ছে UKBC-র বার্ষিক আয়োজন

শুধু তাই নয়, সামগ্রিক বিষয়টির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই আয়োজকরা রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন বলেও জানা গিয়েছে। তাঁর সঙ্গে আলোচনার পরেই নতুন ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে যুবভারতীকে। অর্থাৎ, ১৪ বছর পর ফের যুবভারতীতে উপস্থিত হতে চলেছেন মেসি (Lionel Messi)।

আরও পড়ুন: “শান্তি পুনরুদ্ধারে সহযোগিতা”, পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের আগেই মোদীকে ফোন জেলেনস্কির

মেসির কলকাতা সফর: প্রসঙ্গত উল্লেখ্য যে, নির্ধারিত সূচি অনুযায়ী জানা গিয়েছে মেসি (Lionel Messi) আগামী ১২ ডিসেম্বর রাতে কলকাতায় পৌঁছবেন। ঠিক তার পরের দিন অর্থাৎ ১৩ ডিসেম্বর যুবভারতীতে সম্পন্ন হবে “গোট কনসার্ট”। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে লেকটাউনে নিজের মূর্তি উদ্বোধন করবেন মেসি। তারপর শহরের আরও একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে তাঁর। কলকাতা ছাড়াও এবারের ভারত সফরে মেসি মুম্বাই দিল্লি এবং আহমেদাবাদেও যাবেন। পাশাপাশি, এটাও জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও তাঁর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।